শিরোনাম
◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০১:০২ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: সাংবাদিকদের বলছি, ফোকাসে স্থির থাকুন

শওগাত আলী সাগর: সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে আন্দোলনে থাকা সাংবাদিক এবং অন্যদের একটা অনুরোধ করি। দয়া করে আপনারা ফোকাসে স্থির থাকেন। ক্ষুদ্র, ক্ষুদ্র নানামুখী প্রতিপক্ষ তৈরি যেনো না হয়। সাংবাদিক নেতারা কি করছেন, ইউনিয়ন কোথায় বলে-সোশ্যাল মিডিয়ায় তাদের দুইটা গালি দিয়ে আপনি হয়তো ভাবতে পারেন- কাজের কাজ করলেন একটা। আমি বলবো, আপনি আন্দোলনের ক্ষতি করলেন।

প্রথম আলো বিপ্লব করছে না কেন, সিনিয়র সাংবাদিকদের কে কি করলো, ওই সম্পাদক চুপ কেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিজ্ঞাপন পত্রিকাগুলো কেন ছাপলো, অমুক সম্পাদকের সময় তো আপনারা চুপ করে ছিলেন – আন্দোলন করেন নাই - এইসব প্রশ্ন এই মুহুর্তে আপনার ফোকাসকে নষ্ট করবে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিপক্ষ তৈরি করবে।

আমি বিশ্বাস করি, প্রত্যেকেই তাদের মতো করে ভূমিকা রাখছে। আপনাকেও সেটা বিশ্বাস করতে বলি।আপনি যদি বিশ্বাস রাখতে না পারেন- তা হলে আপনার সামর্থ্য অনুসারে তাদের কাজ সম্পর্কে জানার চেষ্টা করেন, তারাও যাতে ভূমিকা রাখে সেটা নিশ্চিত করার চেষ্টা করেন।

আগেও বলেছি, আবারো বলি, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন বা মুক্তি পাওয়া না পাওয়ার মধ্যেই এই ঘটনার শেষ না। বাংলাদেশের গণমাধ্যম, সাংবাদিকতার ভবিষ্যতের উপর এর সুদুরপ্রসারী একটা প্রতিক্রিয়া আছে। রোজিনা ইসলামের গ্রেফতার, জামিন শুনানীর পর আদেশ না হওয়া, নানা কিসিমের অডিও বের হওয়া, একটু একটু করে ভিক্টিম ব্লেইমিং জোরদার হওয়া-এগুলো প্রতিটি ঘটনারই তাৎপর্যপূর্ণ ঈঙ্গিত আছে। সেই ঈঙ্গিতগুলো পাঠ করার চেষ্টা করেন।

আবারো বলি, নানাদিকে আঙুল তোলা নয়,ফোকাসে স্থির থাকাটা হচ্ছে জরুরী কাজ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়