শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১১:৫৯ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ১১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলা করে মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না: সদ্য কারামুক্ত ডাঃ শাহাদাত

রিয়াজুর রহমান রিয়াজ: সদ্য কারামুক্ত চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন আরো বলেন- হামলা- মামলা, গ্রেফতার ও জুলুম-অত্যাচার সহ্য করেও আমরা (বিএনপি) জনগণের পাশে আছি এবং থাকবো। জনগণের পক্ষে কথা বললে আমাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। আন্দোলন করলে মামলা দেওয়া হয়। মিছিল করলে আটক করা হয়। এত জুলুম সহ্য করেও আমরা বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সংগ্রাম করছি। আর তাই রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার নেতাকর্মীদের উপর হামলা-মামলা অব্যাহত রেখেছে।

ডা: শাহাদাত বলেন, ফ্যাসিস্ট, লুটতরাজ সরকারের হাত থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এবং দেশনায়ক তারেক রহমান’র নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এলে তিনি এসব কথা বলেন।

এতে উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।

এসময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন- শাসকগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। বর্তমান সরকারের শাসনামলে মানুষের ন্যূনতম বাকস্বাধীনতা নেই। নিয়ন্ত্রিত রাজনীতির সীমিত সুযোগও কেড়ে নেয়া হচ্ছে। সভা-সমাবেশ তথা প্রতিবাদ করার ন্যূনতম সুযোগ অবশিষ্ট নেই। নাগরিক অধিকার পুনঃরুদ্ধারের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, মোঃ সেলিম রেজা, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূইয়া, আবু বক্কর রাজুসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়