ডেস্ক নিউজ: যশোরের বেনাপোল পৌরসভার ২নং দুর্গাপুর ওয়ার্ডে বাস করেন ৬০ বছরের বয়সী ফাতেমা বেগম নামে স্বামীহীন এক ভিক্ষুক। জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন তিনি। ১০, ২০, ৫০, ১০০ টাকা করে জমিয়ে একটি ভবিষ্যত তহবিল করেন শেষ বয়সে ভালো থাকার জন্য। জমা হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা।
তার এই তিল তিল করে জমানো টাকার দিকে নজর পড়ে এক প্রতিবেশীর। কৌশলে ফাতেমা বেগমকে বুঝিয়ে ধার নেন নগদ ৫০ হাজার টাকা। কিছুদিন পর ওই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। শেষ সম্বলটুকু ফিরে পেতে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন ফাতেমা বেগম। টাকা ফেরত না পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীর কাছ থেকে ফাতেমার ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা টাকা উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ভিক্ষুক ফাতেমা বেগমকে বুঝিয়ে দেন। টাকা ফেরত পেয়ে খুশিতে কেঁদে ফেলেন এই বৃদ্ধা। সূত্র: জাগো নিউজ, কালের কণ্ঠ অনলাইন