শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইসলামকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] ফিলিস্তিনের ওপর ইসরাইলের পৈশাচিক হামলা বন্ধ এবং সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

[৩] জি এম কাদের বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে মামলা করা হয়েছে। তিনি বলেন, এটা যাতে বাংলাদেশে আর না থাকে সেটা দেখতে চাই। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে বলেন, রোজিনা ইসলামের কণ্ঠরোধ মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করা।

[৪] বিরোধীদলীয় এই উপনেতা আরও বলেন, গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। জি এম কাদের বলেন, এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় ছয় ঘণ্টা পর রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

[৫] বক্তব্যে অবরুদ্ধ গাজায় ইসরাইলের নির্বিচারে গণহত্যা বন্ধের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

[৬] তিনি আরও বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বোমাবর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড সারাবিশ্বের মানুষকে প্রচণ্ডভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। নির্বিচারে চালানো এই গণহত্যা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের নিকট। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়