শিরোনাম
◈ ঢাকার উদ্বেগ: বাংলাদেশে ‘ভারতবিরোধী স্রোত’, দিল্লির গভীর উদ্বেগ ফেব্রুয়ারির নির্বাচন কি সহিংসতায় ব্যাহত হবে? ◈ ১০ জনের সেভিয়ার বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের জয়, রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে ◈ হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয় ◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইসলামকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] ফিলিস্তিনের ওপর ইসরাইলের পৈশাচিক হামলা বন্ধ এবং সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

[৩] জি এম কাদের বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে মামলা করা হয়েছে। তিনি বলেন, এটা যাতে বাংলাদেশে আর না থাকে সেটা দেখতে চাই। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে বলেন, রোজিনা ইসলামের কণ্ঠরোধ মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করা।

[৪] বিরোধীদলীয় এই উপনেতা আরও বলেন, গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। জি এম কাদের বলেন, এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় ছয় ঘণ্টা পর রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

[৫] বক্তব্যে অবরুদ্ধ গাজায় ইসরাইলের নির্বিচারে গণহত্যা বন্ধের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

[৬] তিনি আরও বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বোমাবর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড সারাবিশ্বের মানুষকে প্রচণ্ডভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। নির্বিচারে চালানো এই গণহত্যা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের নিকট। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়