শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইসলামকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] ফিলিস্তিনের ওপর ইসরাইলের পৈশাচিক হামলা বন্ধ এবং সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন।

[৩] জি এম কাদের বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে মামলা করা হয়েছে। তিনি বলেন, এটা যাতে বাংলাদেশে আর না থাকে সেটা দেখতে চাই। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে বলেন, রোজিনা ইসলামের কণ্ঠরোধ মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করা।

[৪] বিরোধীদলীয় এই উপনেতা আরও বলেন, গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। জি এম কাদের বলেন, এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় ছয় ঘণ্টা পর রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

[৫] বক্তব্যে অবরুদ্ধ গাজায় ইসরাইলের নির্বিচারে গণহত্যা বন্ধের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

[৬] তিনি আরও বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বোমাবর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড সারাবিশ্বের মানুষকে প্রচণ্ডভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। নির্বিচারে চালানো এই গণহত্যা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের নিকট। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়