শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০২:১৪ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসর থেকে বর পালালো, অপরিচিত ব্যক্তির সঙ্গে বিয়ে হলো কনের

আন্তর্জাতিক ডেস্ক : বরযাত্রী বিয়ের আসরে ঠিকই হাজির হয়েছিল। মালা বদলও হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিক পর্ব শুরু হওয়ার আগে হঠাৎ বর নিখোঁজ। তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যায়নি বরকে। শেষপর্যন্ত বরযাত্রীদের মধ্য থেকেই একজনের সঙ্গে কনের বিয়ে হয়। খবর খালিজ টাইমসের।

এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের মহারাজপুর এলাকায়। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা হিসেবে বর-কনের মালা বদল হয়। কিন্তু পাক নেয়ার আগে হঠাৎ উধাও হয়ে যায় বর। দুই পরিবারের লোকজনই তন্ন তন্ন করে খোঁজে বরকে। কিন্তু তার দেখা আর মেলেনি।

অনেকক্ষণ খোঁজাখুজির পর কনের পরিবার জানতে পারে বর আসলে নিখোঁজ হয়নি। সে আসর থেকে পালিয়ে গেছে। তবে কি কারণে সে পালিয়ে গেছে তা কেউ জানে না। এরপরই কনের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে।

তখন বরপক্ষের একজন পরামর্শ দেয় যে, বরযাত্রীর মধ্য থেকে যোগ্য কাউকে খুঁজে যেন কনের সঙ্গে বিয়ে দেয়া হয়। পরে একজনকে বেছে নেয়া হয়। এরপর দুই পরিবারের সদস্যরা আলাপ আলোচনার পর বিয়ের ব্যাপারে সম্মত হয়।

এরপর সেখানেই বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়ের পর পালিয়ে যাওয়া বর এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কনের পরিবার। পুলিশ জানায়, তারা দুই পরিবারের অভিযোগই পেয়েছে। কনের পরিবার বর ও তার পরিবারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার অনুরোধ জানিয়েছে। আর বরের বাবা তার ছেলেকে খুঁজে দিতে বলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়