শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক রোজিনাকে নিয়ে কোনালের গান ‘সত্যকন্যা রোজিনা’ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল ১৮ মে (মঙ্গলবার) সত্যকন্যা রোজিনা’ শিরোনামে একটি গান লিখেছেন, সুর করেছেন আর গেয়েছেন ও নিজের ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশ করেন জনপ্রিয় এই গায়িকা। অসংখ্য শেয়ার হয়েছে কোনালের সেই গান। গানটি পোস্ট করে রোজিনার মুক্তি চেয়ে হ্যাশট্যাগও দিয়েছেন ২০০৯ সালের ‘সেরাকণ্ঠ’ বিজয়ী এই গায়িকা।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের অনেকেই।

ক্যাপশনে কোনাল লেখেন, ‘রোজিনা আপা একজন সৎ, সাহসী সাংবাদিক। তাঁর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাই। দোষীদের উচিত শাস্তির দাবি জানিয়ে আমার এই গান।’ এর সঙ্গে কোনাল হ্যাশট্যাগে ‘ফ্রি রোজিনা’ ও ‘জার্নালিজম ইজ নট আর ক্রাইম’ লিখেও জুড়ে দিয়েছেন।
যোগাযোগ করা হলে কোনাল বললেন, ‘কাল থেকে ঘটনাটা আমাকে পোড়াচ্ছে। আমি কেবলই ভাবছি, রোজিনা আপার শিশুকন্যার কী অবস্থা...আমি লেখার মানুষ নই। তবু যা অনুভব করলাম, যা বলতে চাই, তা–ই লিখলাম। এটা তো একটা বার্তা। তাই সুর যেভাবে পেরেছি, করে গেয়ে ফেলেছি। প্রচুর শেয়ার হচ্ছে গানটা। এ–ই তো চেয়েছিলাম!’

কোনাল আরও জানান, শিল্পীর কাজ কেবল বিনোদন দেওয়া নয়, মানুষের কথা বলা। বিবেকই শিল্পীর সবচেয়ে বড় অস্ত্র, শক্তি। সাংবাদিক রোজিনা ইসলাম সম্পর্কে কোনাল বলেন, ‘উনি পরোপকারী আর সাহসী একজন মানুষ, নারীদের আইডল। আমি উনাকে যদি কিছু বলতে পারতাম এই মুহূর্তে, তাহলে বলতাম, “আপা, আমরা সবাই আপনার সঙ্গে আছি। এই দেশের মানুষ আছে। বিশ্ব আপনার পাশে আছে। আপনি ভয় পাবেন না। ন্যায়ের জয় হবেই।”’

গানটির কথাগুলো হলো-

রোজিনাকে নিয়ে কোনালের গানের কথাগুলো এ রকম:
রোজিনা তুমি জানো না কত আপনজন তোমার পাশে
রোজিনা ভয় পেয়ো না সত্যের সুন্দর জয় আছে
রোজিনা হাল ছেড়ো না তুমিই যে ‘সত্যকন্যা’
লিখবে তুমি ন্যায়ের কথা তোমার কলম থামতে দেব না
খাঁচায় তুমি কেন বন্দী হলে
এর জবাব চাই, দিতে হবে
দেশের দশের ভালো করতে গিয়ে
এই কি পুরস্কার তবে?
বঙ্গবন্ধুর সোনার দেশে দুর্নীতির কোনো স্থান হবে না
শেখ হাসিনার গণতন্ত্রে জয় হবেই হবে
তুমি ভেবো না
রোজিনাকে মুক্ত করতে হবে
আর একটি কথাও শুনব না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়