নিজস্ব প্রতিবেদক: [২] মঙ্গলবার ১৮ মে ভোর পাঁচটার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
[৩] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন তিনি।
[৪] শামশুল বারী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব, বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক ও এশিয়ান হকি ফেডারেশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
[৫] এদিন বাদ জোহর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
[৬] শামশুল বারীর মৃত্যুতে অলিম্পিক অ্যাসোসিয়েশন, হকি ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে।
[৭] ১৯৪৬ সালের ৮ জুলাই রাজশাহীতে জন্ম নেন শামশুল বারী। অঘোষিত বাংলাদেশ জাতীয় দল, পূর্ব পাকিস্তান ও ঢাকা একাদশের সদস্য ছিলেন তিনি। খেলেছেন মোহামেডান, আবাহনী ও মাহুতটুলী ক্লাবের জার্সিতে মাত মাতিয়েছেন।