মাহামুদুল পরশ: [২] গতবছরের শেষের দিকে হোয়াইট হাউসের ২ জন কর্মকর্তা অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলো। তাদের মধ্যে একজন হোয়াইট হাউসের গেইটের মধ্য দিয়ে প্রবেশের সময় অসুস্থ হন। সিএনএন
[৩] এই বিষয়টি নিয়ে তদন্ত করছে হোয়াইট হাউসের বিশেষ তদন্ত দল। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ১ সপ্তাহ পর হোয়াইট হাউসে আসা কমপক্ষে ১০০ জন কূটনৈতিক এই অদ্ভুত রোগের লক্ষণে ভুগেছিলেন।
[৪] সিক্রেট সার্ভিস এখনো এই বিষয়ে কিছু উদঘাটন করতে পারেনি।
[৫] অনেকেই ধারণা করছেন এটি পূর্ব পরিকল্পিত কোন আক্রমণ হতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এই বিষটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিভিন্ন গোপন সূত্রের ভিত্তিতে এই প্রতিবেদনটি করা হয়েছে বলে দাবি করেছে সিএনএন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল