জিএম মিজান :[২] র্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র্যাবের একটি টিম গোপন সংবদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ার ও মদসহ ৭জনকে গ্রেফতার করেছে। রবিবার দিবাগত রাত ৮টায় এ অভিযান পরিচালনা করেছে।
[৩] গ্রেফতারকৃতরা হলো মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা- মৃত কসিম উদ্দিন মন্ডল, মোঃ শেখ সাদী (২৩), পিতা-মৃত সমির আলী, উভয় সাং-কান্দাপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ, মোঃ মামুনুর রশিদ (৩০), পিতা-মৃত আব্দুল গফুর, সাং-জোড়ামন্ডল পাড়া, মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-আশিকপুর, উভয় থানা-শাজাহানপুর জেলা-বগুড়া, মোঃ শামীম হোসেন (২৩), পিতা-মোঃ জনাব আলী, সাং-পালশা, মোঃ বিপ্লব সরদার (২৮), পিতা- মৃত শহীদ সরদার, সাং-পালশা গোকুলপাড়া, মোঃ সিয়াম শেখ (২৪), পিতা-মোঃ হাবিব শেখ, সাং পালশা (আদর্শ কলেজ গেইট)।
[৪] সর্ব থানা ও জেলা-বগুড়া র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, র্যাবের একটি টিম গোপন সংবদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুরে রংপুর টু ঢাকা প্রথম বাইপাস রোডে ফুলতলাস্থ জেবি ইঞ্জিনিয়ারিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক ক্যান বিয়ার, ৬বোতল দেশীয়মদ, ৮টি মোবাইল, ১৩টি সীম এবং নগদ ১১,৬০০টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
[৫] গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি) বিএন এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন