শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’

ইমরুল শাহেদ: কোভিড মহামারির কারণে জনজীবন থমকে গেলেও এখন আবার ক্রমশ সচল হতে শুরু করেছে। বিশেষ করে হঠাৎ থমকে যাওয়া চলচ্চিত্রশিল্প আবারও গতিশীল হচ্ছে। ঈদে নতুন ছবি মুক্তি পেয়েছে। দর্শক উপস্থিতিও লক্ষ্য করার মতো। সিনেমা টিকিট যা বিক্রি হচ্ছে, তাতে প্রদর্শকরা সন্তুষ্ট।

বর্তমান পরিস্থিতিতে তারা এর বেশি চানও না। ঈদের পরপরই শুরু হয়েছে নতুন ছবির কাজ। নতুন পরিচালক সোলায়মান আলী লেবু শুরু করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’। এ ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, আমান রেজা, মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান, হারুন কিসিন্জার, ববি, হায়দার আলী, জাদু আজাদ-সহ আরও অনেকে।

ছবিটি প্রযোজনা করছে উপমা কথাচিত্র। নয় নাম্বার ফ্লোর ছাড়াও এফডিসি চত্বর জুড়ে পড়েছে ছবিটির সেট। এ ছবির সার্বিক তত্ত¡াবধানে রয়েছেন নৃত্যপরিচালক একে আজাদ। তিনি জানান, ‘সময় যেমনই হোক আশা করছি আমাদের জীবন শিগগিরই ছন্দে ফিরে আসবে। কোনো অজুহাতেই আমরা সংকুচিত কাজ করব না। যেখানে যা প্রয়োজন সেখানে তাই দেওয়া হবে।’ ছবিটির সেট নির্মাণের সময় আজাদ সর্বক্ষণই উপস্থিত থেকে কাজের তদারকি করছেন।

অন্যদিকে প্রযোজক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন তিনি ২০ তারিখের পরেই তার ‘রিভেঞ্জ’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। তার ছবিটিতে রয়েছেন বুবলী ও রোশান। শাকিব খান ঘরানার নায়িকা বুবলী এখন সব নায়কের সঙ্গেই কাজ করছেন। শাপলা মিডিয়ার একশ’ ছবির কাজও শুরু হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। ছবিগুলোর দ্বিতীয় দফার কাজ পরিচালক সমিতির নির্বাচনের আগে থেমে গিয়েছিল। তার পরপরই শুরু হয়ে যায় কোভিড মহামারির দ্বিতীয় ঢেউ। এই ঢেউ এখনো না থামলেও ঈদের পর থেকে লোকজন কাজে ফিরতে শুরু করেছেন। আজাদ বলেন, ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির কাজ বিরতিহীনভাবেই চলতে থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়