সুমাইয়া ঐশী: [২] দিল্লির অ্যাপোলো হাসপাতালের একদল গবেষকের দাবি, টিকা নেওয়ার পর ৯৭.৩৮ শতাংশ মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। তবে বাকি ২.৬২ শতাংশ টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। তবে এক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ছে মাত্র ০.০৬ শতাংশের। এরপরও আইসিইউ এবং অক্সিজেনের প্রয়োজন পড়ছে না তাদের। আনন্দবাজার, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস
[৩] ১০০ জনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে এই ফলাফল বেরিয়ে এসেছে। এর মাধ্যমে টিকার যথেষ্ট কার্যকরিতা আছে বলে দাবি করেন গবেষকরা।
[৪] এনিয়ে অ্যাপোলো হাসপাতালের পরিচালক অনুপম সিবল বলেন, টিকাকরণের মধ্যেই দেশে করোনা সংক্রমণ বেড়েই যাচ্ছে। যারা টিকা নেওয়ার আগেই আক্রান্ত হচ্ছেন, তাদের কথা আলাদা। তবে টিকা নিয়েও করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে। তবে ভ্যাকসিনেশনের পর আক্রান্ত হওয়ার আশঙ্কা যে ১ শতাংশেরও কম তা আমাদের গবেষণার মাধ্যমেই প্রমাণিত। ফলে প্রচলিত টিকা যথেষ্ট কার্যকর। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল