সুজন কৈরী:[২] রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিকালে মেহেদী হাসান (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। র্যাব জানায়, তাদের কাছে বেশ কিছু দিন ধরে তথ্য আসতে থাকে মোহাম্মদপুর এলাকায় একদল প্রতারক সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ব্যাটালিয়নটি এবং শনিবার রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিক মেহেদীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে সাংবাদিকতার ভুয়া পরিচয়পত্রসহ জব্দ করা হয়েছে।
[৩] র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, মেহেদী নিজেকে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাটাই মূলত তার কাজ।
[৪] এর আগে তিনি একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন এবং ওই পত্রিকার পরিচয়ে জনসাধারণের সাথে প্রতারণাসহ চাঁদাবাজির অভিযোগে তাকে চাকুরিচ্যুত করা হয়েছিল।