মহসীন কবির: [২] মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের শেষ দিনে ঢাকার রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা । কিছু গাড়ি দেখা গেলেও ঢাকা বেশিরভাগ রাস্তাই ফাঁকা।
[৩] শনিবার সকাল ১০ টার দিকে মোহাম্মদপুর, কলেজ গেট, ফার্মগেট ও তিব্বত ও মহাখালীির অনেক রাস্তাই ছিল ফাঁকা। মাঝে মাঝে পুলিশের চেকও চোখে পড়েছে। মোটরসাইকেল ও সিএনজিকে চেক করতে দেখা গেছে।
[৪] টিভির খবরে দেখা যায়, এই দৃশ্য দেখা যায় গাবতলী, যাত্রাবাড়ী, মহাখালী, উত্তরা আব্দুল্লাহপুর, সাভার ও আশুলিয়া এলাকায়।
[৫] মোহাম্মদপুরের রিকশাওয়ালা সালেককে ঢাকার ফাঁকার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঢাকায় এখন রিকশা চালাতে বেশ আনন্দ হচ্ছে, তবে যাত্রী খুবই কম। বাড়তি ভাড়াও আমরা নিচ্ছি না, খুশি হয়ে যে যা দেয়।