শাহানুজ্জামান টিটু: [২] দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। শুক্রবার শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের আরও বলেন, আজকে ঈদুল ফিতর পালিত হচ্ছে- অত্যন্ত একটা কষ্টের মধ্য দিয়ে, দুঃসময়ের মধ্য দিয়ে। একদিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার- নির্যাতন-নিপীড়ন।এই দুই দানবের হাত থেকে এই দেশ ও জনগণ যেন রক্ষা পায় সেই দোয়া আমরা আল্লাহ‘তালার কাছে করেছি।
[৩] বিএনপি মহাসচিব বলেন, আজকে সারা দেশে একটা ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সেই শক্তি অর্জন করতে পারি, জনগনকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে পারে সেই দোয়া আমরা করেছি।”
[৪] তিন বছর ধরে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া দলের নেতা-কর্মী ও দেশবাসী ঈদ কেমন পালন করছে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা-কর্মীদের হত্যা করা মিথ্যা মামলা দেয়া-এমন একটা অবস্থায় নিয়ে পৌছিয়েছে যে, নেতা-কর্মী কমপক্ষে ৩৫ লক্ষ লোক আসামী হয়েছেন। যারা আসামী হন তাদের পরিবারে কখনো ঈদ আসে না। এটা বাস্তবতা।
[৫] বেগম খালেদা জিয়া যখন আমাদের সাথে থাকেন তখন উজ্জীবিত হই, তিনি অনুপ্রাণিত করেন। এভাবে আমরা অনুপ্রাণিত হই যে, তিনি তো আছেন, বেঁচে আছেন, তিনি আমাদের সঙ্গে আমাদেরকে অনুপ্রেরণা দান করেন। এই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো-এটাই আমাদের আজকের দিনের শপথ।