শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১১:২৪ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা নিলে মাস্ক পরতে হবে না, যুক্তরাষ্ট্রের জন্য ভাল দিন! টুইট বাইডেনের

রাশিদুল ইসলাম : [২] মাস্ক পরা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও শারীরিক দূরত্ব রক্ষা এই তিন অভ্যাসই করোনা যুদ্ধের মূল হাতিয়ার। এবার এই মাস্ককেই বাধ্যতামূলক অভ্যাসের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র। সকলকে আর মাস্ক পরতে হবে না দেশটিতে। তবে টিকার দুটি ডোজ সম্পূর্ণ করেছেন, শুধু তারাই। টাইমস অব ইন্ডিয়া

[২] শুক্রবার ভোররাতে টুইট করে এই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর কথা উল্লেখ করে বাইডেন লেখেন, আজ আমেরিকার জন্য একটি ভাল দিন। কোভিড ১৯-এর সঙ্গে এতদিন ধরে দীর্ঘ যুদ্ধের পরে সকলের জন্য আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। কিছুক্ষণ আগে সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা সম্পূর্ণ করা ব্যক্তিরা মাস্ক নাও পরতে পারেন।

[৩] করোনার প্রকোপে এপর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ। তবে ব্যাপক টিকাকরণের পরে এবার সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে শুরু করার পরে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার দিকে এক ধাপ এগিয়ে গেল মার্কিনীরা। এতদিন বাইরে বেরোলেই মাস্ক পরা ছিল বাধ্যতামূলক।

[৪] সিডিসি জানিয়েছে আশা করি আমরা স্বাভাবিকতার দিকে এবার এক ধাপ এগোলাম। গত বছরখানেক ধরে আমরা বলে এসেছি কী কী করা যাবে না। আজ আমরা জানিয়ে দিলাম কী কী করা যাবে।

[৫] যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও সেদিকে এগনোর এই প্রয়াসের প্রশংসা করছেন তারা। তবে উদ্বেগও রয়েছে এ নিয়ে। অনেকেরই আশঙ্কা, এর নেতিবাক ফলও পড়তে পারে। কারণ অনেকেই টিকা না নিয়েও এই ঘোষণার সুযোগ নিতে পারে। এ ছাড়াও প্রশ্ন উঠেছে, এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ মানুষও টিকা পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়