শিরোনাম
◈ অগ্নিদগ্ধ ডেইলি স্টার ভবনের ছাদে আটকা পড়া সাংবাদিকদের ক্রেন দিয়ে উদ্ধার ◈ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাতভর শাহবাগ অবরোধ, সকালে যোগ দিলেন এনসিপি নেতারাও ◈ ভাঙচুর-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে পুরো দায় নিতে বললেন মির্জা ফখরুল ◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১২:১৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোতে ঈদ জামাতে দুইপক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট : আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময় প্রতিদ্বন্দ্বী দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গণপিটুনিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ৪৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, কিনশাসা শহীদ স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার সকালে দুটি মুসলিম গোষ্ঠীর মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। তারা স্টেডিয়ামে একসঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য জমায়েত হয়েছিলেন। কিন্তু হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা আশপাশে কিছু যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সংঘর্ষের পর কঙ্গোর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে ঈদের জামাত বাতিল করা হয়েছে।

কিনশাসা পুলিশের প্রধান সিলভ্যানো কাসোনগো বলেন, ‘দীর্ঘদিন বিরোধে লিপ্ত দুটি গোষ্ঠী অবশেষে একসঙ্গে ধর্মীয় উৎসবে মিলিত হওয়ার উদ্দেশ্যে শহীদ স্টেডিয়ামে এসেছিল। তবে তাদের মধ্যেও উগ্রপন্থীরা ছিল। তারা দুই গোষ্ঠীকে এক হতে দেয়নি।’

সিলভ্যানো কাসোনগো আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পেছনে যাদের হাত রয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।’

সূত্র- এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়