শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১২:১৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোতে ঈদ জামাতে দুইপক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট : আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময় প্রতিদ্বন্দ্বী দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গণপিটুনিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ৪৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, কিনশাসা শহীদ স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার সকালে দুটি মুসলিম গোষ্ঠীর মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। তারা স্টেডিয়ামে একসঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য জমায়েত হয়েছিলেন। কিন্তু হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা আশপাশে কিছু যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সংঘর্ষের পর কঙ্গোর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে ঈদের জামাত বাতিল করা হয়েছে।

কিনশাসা পুলিশের প্রধান সিলভ্যানো কাসোনগো বলেন, ‘দীর্ঘদিন বিরোধে লিপ্ত দুটি গোষ্ঠী অবশেষে একসঙ্গে ধর্মীয় উৎসবে মিলিত হওয়ার উদ্দেশ্যে শহীদ স্টেডিয়ামে এসেছিল। তবে তাদের মধ্যেও উগ্রপন্থীরা ছিল। তারা দুই গোষ্ঠীকে এক হতে দেয়নি।’

সিলভ্যানো কাসোনগো আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পেছনে যাদের হাত রয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।’

সূত্র- এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়