শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১২:১৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোতে ঈদ জামাতে দুইপক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট : আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সময় প্রতিদ্বন্দ্বী দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গণপিটুনিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ৪৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, কিনশাসা শহীদ স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার সকালে দুটি মুসলিম গোষ্ঠীর মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। তারা স্টেডিয়ামে একসঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য জমায়েত হয়েছিলেন। কিন্তু হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা আশপাশে কিছু যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সংঘর্ষের পর কঙ্গোর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরে ঈদের জামাত বাতিল করা হয়েছে।

কিনশাসা পুলিশের প্রধান সিলভ্যানো কাসোনগো বলেন, ‘দীর্ঘদিন বিরোধে লিপ্ত দুটি গোষ্ঠী অবশেষে একসঙ্গে ধর্মীয় উৎসবে মিলিত হওয়ার উদ্দেশ্যে শহীদ স্টেডিয়ামে এসেছিল। তবে তাদের মধ্যেও উগ্রপন্থীরা ছিল। তারা দুই গোষ্ঠীকে এক হতে দেয়নি।’

সিলভ্যানো কাসোনগো আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পেছনে যাদের হাত রয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।’

সূত্র- এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়