শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৯:৪৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘৬ আঙুল নিয়ে অভিনেতা হওয়া যায় না’ এমন কটাক্ষও শুনেছেন হৃতিক

বিনোদন ডেস্ক: মহামারিতে চারদিকে মৃত্যুর হাহাকার। এমন সময় হৃতিক রোশনের কণ্ঠে ভেসে এলো ভয়কে জয় করার বার্তা। আজ থেকে প্রায় তিন বছর আগে তিনি এই কথা বলেছিলেন। ভারতে যখন প্রতিদিন প্রায় চার হাজার মানুষ মারা যাচ্ছে সেই কঠিন সময়ে সেই ভিডিও আরও একবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউডের চিত্রগ্রাহক বরিন্দর চাওলা।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই ভিডিওতে নিজের জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন হৃতিক রোশান। তারকা সন্তান হলেও তার অভিনেতা হওয়ার পথ মোটেই মসৃণ ছিল না। তাকেও শুনতে হয়েছে, ‘ছয়টা আঙুল নিয়ে অভিনেতা হওয়া যায় না।’ তবে এ ধরনের কটাক্ষে ভেঙে পড়েননি পৃথিবীর অন্যতম সুদর্শন এই নায়ক। সব বাধা অতিক্রম করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এগিয়ে গিয়েছেন নিজ লক্ষ্যের দিকে। নিজের দুর্বলতাকেই শক্তিতে রূপান্তরিত করার উপদেশ দিয়েছিলেন ভিডিওতে।

ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বহু উত্থান-পতনের সাক্ষী হয়েছেন হৃতিক। ‘কহো না পেয়ার হ্যায়’-এর মতো হিট ছবির পরেও তার বেশ কিছু ছবি সাফল্যের মুখ দেখেনি। সেই সময় হার মানতে রাজি ছিলেন না তিনি। ঘুরে দাঁড়িয়েছেন বারবার। ২০১৪ সালে স্ত্রী সুজান খানের সঙ্গে ১৪ বছরের সংসার ভেঙে যাওয়ার পরেও নিজেকে সামলে নিয়েছেন তিনি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন স্ত্রীর সঙ্গেও।

অন্য দিকে, ‘কাবিল’, ‘সুপার ৩০’, ‘ওয়ার’-এর মতো ছবির পর তার পেশাগত জীবনের লেখচিত্রও ঊর্ধ্বমুখী। তিনি যে হারতে শেখেননি, তা নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন হৃতিক। জাগোনিউজ

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

  • সর্বশেষ
  • জনপ্রিয়