শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৮২৪টি আইসিইউ খালি আছে

শাহীন খন্দকার: [২] করোনাকালীন এই সময়ে দেশের ৮ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত ৫,৯৯৬টি সাধারণ শয্যার মধ্যে ভর্তি আছে রোগী ৯১৮ টিতে। ফলে ৫০৭৮ টি শয্যা খালি আছে। কোভিড-১৯ আইসিইউ শয্যা রয়েছে ২৫৭টি, এর মধ্যে রোগী আছে ১০৪ টিতে আর খালি রয়েছে ১৫৩টি।

[৩] বুধবার ১২ মে রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাসপাতালগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলায় এই মুহূর্তে মোট কোভিড-১৯ ডেডিকেটেড শয্যা সংখ্যা ১২০০৯টি। এতে ভর্তি আছেন ২,০৬৭ জন রোগী আর খালি আছে ৯৯৪২টি। মোট ১ হাজার ১৭১টি আইসিইউতে ভর্তি রোগী ৩৪৭ জন, আর খালি রয়েছে ৮২৪টি। অনেক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় শয্যাগুলো খালি হয়েছে।

[৪] ৮ বিভাগের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে মোট সাধারণ শয্যা সংখ্যা ৩ হাজার ৪৪০ টি, এর মধ্যে খালি রয়েছে ২৬৮১ টি। ৩৭৪ টি আইসিইউ’র মধ্যে খালি রয়েছে ২৪১টি। হাইফ্লো নেজাল ক্যানুলাসহ আইসিইউ রয়েছে ৪৮১ আর অক্সিজেন কন্সেন্ট্রেরসহ এইচডিই ২২০টি। হাসপাতালগুলোর মধ্যে সরকারি ১৫টি হাসপাতাল রয়েছে।

[৫] বিএসএমএমইউতে মোট ২৩০টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১১৫টি, ২০টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ১৫টি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মোট ২৭৫টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১৫০টি, আইসিইউ শয্যা ১০টির মধ্যে কোনো শয্যা খালি নেই।

[৬] মুগদা জেনারেল হাসপাতালের মোট ৩৫০টি জেনারেল শয্যার মধ্যে বর্তমানে খালি রয়েছে ২৯৫টি, আইসিইউ ২৪টির মধ্যে খালি আছে মাত্র ১১টি। কুয়েত মৈত্রী হাসপাতালের ১৬৯টি জেনারেল শয্যার মধ্যে খালি আছে ১৩৩টি এবং ২৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ১১টি।

[৭] শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মোট ১৭৪টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১৫৯টি, ১৬টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৮টি। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মোট ২৬৩টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১৯৬টি এবং মোট ১০টি আইসিইউ’র মধ্যে খালি রয়েছে ৫টি।

[৮] সরকারি কর্মচারী হাসপাতালের মোট ৯০টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ৮২টি এবং ৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ৪টি। রাজারবাগ পুলিশ হাসপাতালের মোট ৪৮৫টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ৪৪৫টি এবং ১৫টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ১২টি। সংক্রামক ব্যাধি হাসপাতালের মোট ১০টি জেনারেল শয্যার মধ্যে সবগুলোই খালি রয়েছে। এনআইসিভিডি হাসপাতালের মোট ১৩৭টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১১৬টি। টিবি হাসপাতালের মোট ১৮৩টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১৭৪টি এবং ৫টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ২ টি।

[৯] ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে মোট ২৫০টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ২৫০টি এবং মোট ২১২টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ১৫৫টি। এনআইডিসিএইচ মহাখালীর মোট ১১৪টি জেনারেল শয্যা রয়েছে। এনআইকেডিইউ শ্যামলীর মোট ১৫টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১৪টি শয্যা। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়