শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা এখন ফাঁকা, দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাওয়া যাচ্ছে গণপরিবহন

সমীরণ রায়: [২] একমাস সিয়াম সাধনার পর আগামী কাল ঈদুল ফিতর। ইতোমধ্যে ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি গেছে মানুষ। একই সঙ্গে করোনা সংক্রমণের কারণে সারদেশে চলছে লকডাউন। তারপরেও চরম ঝুঁকি নিয়ে ট্রাকে, ভ্যানে, কাভার্ড ভ্যানে, মাইক্রোবাস, মোটরবাইক, পায়ে হেটেসহ যে ভোবে পারে বাড়ি ফিরেছে মানুষ। ইতোমধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ। এতে ঢাকায় যানজট নেই বললেই চলে। সকাল থেকেই দেখা গেছে চিরচেনা জ্যামের শহর ঢাকা এখন ফাঁকা। সড়কে যানবাহনেরও নেই কোনো চাপ। দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে দেখা গেছে গণপরিবহন।

[৩] রাজধানীর মালিবাগ এলাকায় দেখো গেছে, সরকারি বিধিনিষেধের পাশাপাশি মানুষ বাড়ি যাওয়ার কারণে সড়কে নেই গণপরিবহন। আর গণপরিবহন যাও আছে, তাতে নেই যাত্রী। সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক আসন খালি রেখে চলছে গণপরিবহন। তারপরেও নেই যাত্রী।

[৪] গণপরিবহন চালকরা বলছেন, অধিকাংশ মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামে চলে গেছেন। ফলে যাত্রীও কম। এতে তেলের টাকা উঠানোই মুসকিল।

[৪] রাজধানীর কারওয়ানবাজ, ফার্মগেট, শাহবাগ, বাংলামোটর, পল্টন, গুলিস্তানসহ গুরুত্বপূর্ণ এলাকায়ও তেমন যানবাহনের চাপ দেখা যায়নি। ফলে ট্রাফিক পুলিশকেও যানজট সালাম দিতে বেগ পেতে হয়নি। বাসে উঠার জন্য যাত্রীদেরও নেই কোনো তাড়াহুড়া। হেলপাররা অনেক ডাকাডাকি করেও আসন পূরণ করতে পারছেন না।

[৫] মগবাজার মোড়ে কথা হয় বেলাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, সরকার লকডাউন ঘোষণার পর গণপবিহন বন্ধ হওয়ার পর ছেড়ে দিলে ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কিছুটা যানজট শুরু হয়। তবে ঈদের মানুষ গ্রামের বাড়ি যাওয়ার কারণে ঢাকা এখন ফাঁকা। নেই কোনো যানজট। কোথাও ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়তে হয়নি। মনে হচ্ছে যেন গাড়িতে উঠেছি, আর নেমেছি।

[৬] গণপরিবহন মালিকরা জানিয়েছেন, মানুষ গ্রামে যাওয়ার কারণে রাজধানী এখন ফাঁকা। ফলে গণপরিবহনেও নেই তেমন যাত্রী। এতে গণপরিবহন মালিকরা পড়েছে বিপাকে। সরকারি বিধিনিষেধের কারণে দীর্ঘদিন ছিলো গণপরিবহন বন্ধ। এখন আবার ঈদ। তবে আশা করছি, ঈদের পর সরকারি বিধিনিষেধ তুলে দিলে গণপরিবহণের সুদিন ফিরে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়