শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৯:২৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত না নিউজিল্যান্ড, কে জিতবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ? কী বলছেন বিশেষজ্ঞরা?

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অনেকেই ভারতকে নিয়ে বাজি ধরছেন। অনেকেরই যুক্তি যেভাবে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে পারফরমেন্স করেছে তাতে বিরাটদের দিকেই পাল্লা ভারী। তবে অনেকে আবার অন্য যুক্তি দিচ্ছেন। তাদের মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে পারে কেন উইলিয়ামসনদের নিউজিল্যান্ড।

[৩] তাদের যুক্তি, এত বড় ম্যাচে নামার আগে যেই দল বেশি তৈরি থাকবে, তারাই বাইশ গজের বাজি জিততে পারবে। সেই কারণেই কিউইদের দিকেই পাল্লা ভারী থাকছে। টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ মনে করেন, নিউজিল্যান্ড যেহেতু ইংল্যান্ডের মাটিতে ভারতের মুখোমুখি হওয়ার আগে দুটো টেস্ট ম্যাচ খেলবে, সেই কারণেই তারা ভারতের থেকে অনেকটাই এগিয়ে থাকতে পারে। ভরত অরুণ জানিয়েছেন, দেখুন এভাবে ব্রিটিশ পরিস্থিতি আবহাওয়া সম্বন্ধে আগে ভাগে জেনে নেওয়াটা নিশ্চিত ভাবেই নিউজিল্যান্ডের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ। কিন্তু আমরা আমাদের ইংল্যান্ডের পুরাতন অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইব, আপনারা জানেন আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ইংল্যান্ড সম্পর্কে কতটা অভিজ্ঞতা রয়েছে। আমরা আমাদের পরিকল্পনা তৈরি করব, এবং আমরা সেই ভিত্তিতে কাজ করবো।

[৪] আসলে ১৮ই জুন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামার আগে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। প্রথমে ২রা জুন লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলবে কেন উইলিয়ামসনরা। পরে ১০ই জুন এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামবে কিউই বাহিনী।

[৫] এমন অবস্থায় ইংল্যান্ডের আবহাওয়া সম্পর্কে বাইশ গজের কাছ থেকে অনেকটাই জানতে পারবেন তারা। সঙ্গে শক্তিশালী দলের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে খেলে নিজেদের তৈরি করার সুযোগটা পাবে। নিজেদের অনেকটা গুছিয়ে নিয়ে ভারতের বিরুদ্ধে বাইশ গজে নামবে নিউজিল্যান্ড।

[৬] এই কারণেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিউজিল্যান্ড ভারতের থেকে একটু হলেও এগিয়ে থাকবে। সে কথা মাথায় রেখেই নিজেদের পরিকল্পনা সাজাতে চান ভারতের বোলিং কোচ ভরত অরুণ। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়