শিরোনাম
◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন ◈ জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, জানালো ইসলামী আন্দোলন ◈ দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম চায় বিএনপি ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন তারেক রহমানের ◈ ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পাবনার ১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই ◈ ইরানে যে ৬ উপায়ে হামলা চালাতে পারেন ট্রাম্প

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৯:২৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত না নিউজিল্যান্ড, কে জিতবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ? কী বলছেন বিশেষজ্ঞরা?

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অনেকেই ভারতকে নিয়ে বাজি ধরছেন। অনেকেরই যুক্তি যেভাবে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে পারফরমেন্স করেছে তাতে বিরাটদের দিকেই পাল্লা ভারী। তবে অনেকে আবার অন্য যুক্তি দিচ্ছেন। তাদের মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে পারে কেন উইলিয়ামসনদের নিউজিল্যান্ড।

[৩] তাদের যুক্তি, এত বড় ম্যাচে নামার আগে যেই দল বেশি তৈরি থাকবে, তারাই বাইশ গজের বাজি জিততে পারবে। সেই কারণেই কিউইদের দিকেই পাল্লা ভারী থাকছে। টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ মনে করেন, নিউজিল্যান্ড যেহেতু ইংল্যান্ডের মাটিতে ভারতের মুখোমুখি হওয়ার আগে দুটো টেস্ট ম্যাচ খেলবে, সেই কারণেই তারা ভারতের থেকে অনেকটাই এগিয়ে থাকতে পারে। ভরত অরুণ জানিয়েছেন, দেখুন এভাবে ব্রিটিশ পরিস্থিতি আবহাওয়া সম্বন্ধে আগে ভাগে জেনে নেওয়াটা নিশ্চিত ভাবেই নিউজিল্যান্ডের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ। কিন্তু আমরা আমাদের ইংল্যান্ডের পুরাতন অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইব, আপনারা জানেন আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ইংল্যান্ড সম্পর্কে কতটা অভিজ্ঞতা রয়েছে। আমরা আমাদের পরিকল্পনা তৈরি করব, এবং আমরা সেই ভিত্তিতে কাজ করবো।

[৪] আসলে ১৮ই জুন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামার আগে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। প্রথমে ২রা জুন লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলবে কেন উইলিয়ামসনরা। পরে ১০ই জুন এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামবে কিউই বাহিনী।

[৫] এমন অবস্থায় ইংল্যান্ডের আবহাওয়া সম্পর্কে বাইশ গজের কাছ থেকে অনেকটাই জানতে পারবেন তারা। সঙ্গে শক্তিশালী দলের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে খেলে নিজেদের তৈরি করার সুযোগটা পাবে। নিজেদের অনেকটা গুছিয়ে নিয়ে ভারতের বিরুদ্ধে বাইশ গজে নামবে নিউজিল্যান্ড।

[৬] এই কারণেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিউজিল্যান্ড ভারতের থেকে একটু হলেও এগিয়ে থাকবে। সে কথা মাথায় রেখেই নিজেদের পরিকল্পনা সাজাতে চান ভারতের বোলিং কোচ ভরত অরুণ। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়