সালেহ্ বিপ্লব: [২] লাইভ টেলিকাস্ট চলছিলো। বিবিসির নিউজলাইট অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাজ্যে প্যালেস্টাইন মিশনের প্রধান হুশাম এস জমলত। উপস্থাপনায় ছিলেন এমিলি মেটিস। এক্সপ্রেস
[৩] ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা এবং হামাসের পাল্টা জবাব, এ নিয়ে কথা হচ্ছিলো। হামাসের হামলার নিন্দা জানান এমিলি, সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত।