শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১২:১১ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী হতে চান? রাখির প্রশ্নের জবাবে যা বললেন সোনু সুদ

বিনোদন ডেস্ক : একসঙ্গে এতো লাশ পোড়াতে না পেরে নদীতে ফেলে দিচ্ছে করোনায় মৃতদের। চিতার আগুনে ধোয়াচ্ছন্ন দিল্লি-চেন্নাইয়ের আকাশ।

করোনার ধাক্কায় স্বাস্থ্যসহ গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাও হুমকির মুখে। এমন পরিস্থিতিতে বলিউড ও দক্ষিণের অনেক তারকাই নানা উদ্যোগ নিয়ে এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

সালমান খান, বিরাটপত্মী আনুশকাসহ অনেক তারকাই অর্থ ও খাবারের যোগান দিয়ে মানবিক কাজে অংশগ্রহণ করছেন।

তবে এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন অভিনেতা সোনু সুদ। অর্থ সহায়তা ছাড়াও বিদেশের সঙ্গে যৌথভাবে ভারতে অক্সিজেন প্ল্যান্ট তৈরির চেষ্টা করছেন।

মানুষের পাশে দাঁড়াতে নিজের ১০ কোটির একটা সম্পত্তি বন্ধক পর্যন্ত রেখেছেন সোনু। এমন সব মানবিক কর্মকাণ্ডে জড়িয়ে গোটা ভারতে প্রশংসিত সোনু। বাস্তবের নায়কে পরিণত রূপালি পর্দার এই ভিলেন।

এরই মাঝে সোনুর একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে ভারতের সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, সোনুর বাড়ির নিচে সাংবাদিকদের ভিড়। সকলকে ঠাণ্ডা সরবত সরবরাহ করছেন সোনু। বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এ অভিনেতাকে। সেখানে উপস্থিত বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সোনুকে হঠাৎ রাখি প্রশ্ন করেন, আপনি ভারতের প্রধানমন্ত্রী হতে চান? নির্বাচনে লড়াই করতে চান?

জবাবে সোনু জানান, এমন ইচ্ছা কখনো ছিল না তার। এখনও নেই।

অভিনেতা অকপট বলেন, ‘সাধারণ মানুষ হয়েই ভাল আছি। প্রধানমন্ত্রী হতে চাই না। আমাদের ভাইরা তো নির্বাচনে দাঁড়াচ্ছেন। ওটা আমার কাজ নয়। আপনাদের সঙ্গে কাজ করতে পেরেই খুশি আমি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়