শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ১২ মে, ২০২১, ১২:৫২ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ১২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাকের তৈলাক্ত ভাব যেভাবে দূর হবে

আতাউর অপু: নাকের উপরের তেল বিরক্তিকর। ত্বকে ভালো করে মেকআপ করাও যায়না। তৈলাক্ত ত্বক ছাড়াও সাধারণ ও শুষ্ক ত্বকের অধিকারীদেরও নাকের ওপর অতিরিক্ত তৈলাক্তভাব তৈরি হয়। কিছু সাধারণ কাজের মাধ্যমে এই তেলতেলে ভাব দূর করা যাবে।

ফেইস ওয়াশ

দিনে কম পক্ষে দুবার ফেইস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে করতে হবে। এতে নাকের ওপরের বাড়তি তেলতেলেভাব ধীরে ধীরে দূর হবে।

টোনার

ত্বকের তেল নিয়ন্ত্রণে টোনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মুখ ধোয়ার পরে অবশ্যই ত্বকে টোনার লাগিয়ে নিতে হবে।

লিকুইড ময়েশ্চারাইজার

নাকের তৈলাক্তভাব কমাতে ক্রিম ভিত্তিক ময়েশ্চারাইজার অনেক বেশি ক্ষতিকারক। তাই ক্রিম ভিত্তিক ময়েশ্চারাইজারের বদলে লিকুইড ময়েশ্চারাইজার ব্যবহার করা উপকারী।

শিট মাস্ক

বাড়তি কোনো ঝামেলা ছাড়াই বাজারে বিভিন্ন ধরনের শিট মাস্ক সম্পূর্ণ তৈরি অবস্থাতেই পাওয়া যায়। এটা নাকের তেল চিটচিটেভাব কমাতে সহায়তা করে।

মুখ এক্সফলিয়েট করা

নিয়ম করে মুখের ত্বক এক্সফলিয়েট করতে হবে। স্ক্রাব ব্যবহারের মাধ্যমে নাকের তেল, উন্মুক্ত লোমকূপের সমস্যা ও ময়লা দূর হয় এর সাহায্যে।

ব্লটিং পেপার/টিস্যু ব্যবহার

তেলতেলেভাব থেকে চিরতরে মুক্তি পেতে ‘ব্লটিং পেপার’ বা টিস্যু চমৎকারভাবে কার্যকর। এটা নাকের বাড়তি তেল শুষে নেয় ও ত্বককে স্বাভাবিক রাখে।

তেল বিহীন সানস্ক্রিন

তেল জাতীয় কোনো উপাদান নেই এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এতে ত্বকের লোমকূপ আবদ্ধ হয়ে যাবে না। পাশাপাশি বাড়তি কোনো তেল উৎপাদন হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়