শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় নাগরিকের ব্যাগ থেকে ‘গোবর’ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : বিমানে আমেরিকা যাত্রার পর ব্যাগ ফেলে গিয়েছিলেন এক ভারতীয় নাগরিক। পরে তার ব্যাগ ঘেঁটে নিরাপত্তা কর্মীরা পেলেন গরুর গোবরে তৈরি ঘুঁটে। এ ঘটনা ওয়াশিংটনের বিমানবন্দরের। এত কিছু থাকতে ঘুঁটে কেন? এটি ভাবনার কারণ হয়ে দাঁড়ায় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের।

বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করছে, এর থেকে ভয়ানক রোগ ছড়াতে পারে। এ কারণে পাওয়া মাত্রই এগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমান থেকে এক যাত্রী এই ব্যাগটি নিয়ে নেমেছিলেন। তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এটি ফেলে যান। তারপরই সন্ধান মেলে গোবরের তৈরি ঘুঁটের।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুঁটে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। কোথাও কোথাও ত্বকের রোগ সারাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমেরিকায় এ ভাবে ঘুঁটে নিয়ে যাওয়া বেআইনি। মনে করা হয়, এর থেকে জটিল রোগ ছড়াতে পারে। সেই কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ এগুলি বাজেয়াপ্ত করে পুড়িয়ে দেয়।

আমেরিকার কৃষি দফতরের মতে, 'ফুট অ্যান্ড মাউথ ডিজিজ' এই ধরনের জৈবিক বর্জ্য থেকে ছড়ায়। মূলত পশুর শরীরে এর সংক্রমণ ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সংক্রমিত পশুর মাংস খেলে অনেক সময় মানবশরীরও আক্রান্ত হতে পারে, তবে সে উদাহরণ খুবই কম। কিন্তু পশুর শরীরে সংক্রমণ হলে গৃহপালিত পশুর ক্ষতি বেশি হয়। গৃহপালিত পশু নির্ভর অর্থনীতি এর ফলে প্রভাবিত হতে পারে।
সূত্র- বাংলাভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়