শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিসিসিআই সভাপতি হলেন মাহবুবুল আলম

শরীফ শাওন: [২] দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ২০২১-২৩ মেয়াদের জন্য তিনি নির্বাচিত হয়েছেন।

[৩] মঙ্গলবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে নির্বাচন বোর্ডের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা
হয়।

[৪] সিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি নবনির্বাচিত হয়েছেন তরফদার মো. রুহুল আমিন এবং সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর।

[৫] চেম্বারের পরিচালকমন্ডলী নির্বাচনে ২১ মে তফসিল ঘোষণা করা হলে মনোয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত হয় ৯ মে। অর্ডিনারীর ক্যাটাগরীতে ১২টি, সোসিয়েট ক্যাটাগরীতে ৬টি, টাউন এসোসিয়েশন গ্রুপে ৩টি এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে সমসংখ্যক মনোয়নপত্র দাখিল হওয়ায় ২৪ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। নব নির্বাচিত পরিচালকমন্ডলীর সভায় ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়।

[৬] এম. আলম গ্রুপ’র চেয়ারম্যান মাহবুবুল আলম পঞ্চম বারের মতো দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম নুরুল আলম’র জ্যেষ্ঠ সন্তান।

[৭] শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি আমদানি-রপ্তানীসহ বহুমূখী ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করে ভোগ্যপণ্য আমদানিতে অন্যতম নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন’র সভাপতির পদ অলংকৃত করছেন। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিঃ’র ভাইস-চেয়ারম্যান, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটির গভর্ণিং বোর্ডের সদস্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র বোর্ড মেম্বার, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র সদস্য, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান, সার্জিস্কোপ হসপিটাল লিঃ’র ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান, এ্যাকুয়া ফুডস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক, ক্রাউন স্টীল লিঃ, এম. আলম গ্যাস স্টেশন লিঃ এবং আনোয়ারা আলম ফাউন্ডেশন’র চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক, সার্ক চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলাপমেন্ট (বিল্ড)’র সাবেক ট্রাস্টি চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি। এছাড়া সমাজসেবী ও বিদ্যোৎসাহী মাহবুবুল আলম দালাইনগর হাই স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান, এনায়েত বাজারস্থ মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্ণিং বডির চেয়ারম্যান ও গহিরা আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যানসহ অসংখ্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়