শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ২০০লিটার চোলাইমদসহ মাদক কারবারী গ্রেফতার

জিএম মিজান:[২] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২০০ লিটার চোলাই মদসহ শ্রী রাজেশ কুমার (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

[৩] মঙ্গলবার সকাল ৮টায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শহরের চকসূত্রাপুর এলাকার মৃত নারায়ন চন্দ্রের ছেলে।

[৪] র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, বগুড়া শহরের কলোনী এলাকার ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রী রাজেশ কুমারকে ২০০ লিটার চোলাইমদ, একটি মোবাইল, একটি সীমকার্ড এবং নগদ ১০০০টাকাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন জায়গায় চোরাইমদসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

[৫] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৬] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন

 

,

  • সর্বশেষ
  • জনপ্রিয়