রহমত আলী হেলালী: [২] সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎ চালিত টমটম দুর্ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ২ জনসহ বেশ কয়েকজন টমটমযাত্রী ছিলেন।
[৩] সোমবার (১০ মে) বিকাল ২টার দিকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের হাড়িকান্দি-কালিগঞ্জ ফাঁড়ি রাস্তার মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
[৪] আহতরা হলেন- জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরগাবাহারপুর গ্রামের মৃত মইয়ব আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৫) ও একই গ্রামের কবির আহমদের ছেলে জাকির আহমদ (২৪)।
[৫] দরগাবাহারপুর দারুল আজহার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ জালাল জানান, আহত জয়নাল আবেদীন ও জাকির আহমদ সোমবার বাদ জোহর উপজেলার কলাকুটা গ্রামের সাহেদ আহমদের টমটমে করে কালিগঞ্জ বাজারে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর মঙ্গলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে মাওলানা মন্তজির আলীর বাড়ির নিকটের মোড়ে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে টমটমের নীচে পড়ে জয়নাল ও জাকির আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে জাকির আহমদকে বাড়িতে ফেরত পাঠালেও জয়নাল আবেদীনের অবস্থা মারাত্মক খারাপ হওয়ায় তাকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জয়নাল আবেদীনের ডান পায়ের হাটুর উপরে একেবারে ভেঙ্গে গেছে বলে তিনি জানান।
[৬] এদিকে টমটমের ঘনঘন দূর্ঘটনায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। রোববার উপজেলার গোটারগ্রামে টমটম দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহতের একদিনের মাথায় আরেকটি দূর্ঘটনায় এলাকাবাসীকে আতংকিত করে তুলেছে। এলাকাবাসী অদক্ষ চালক কর্তৃক অনুমোদনহীন টমটম বন্ধের দাবী জানান। সম্পাদনা: হ্যাপি