মাসুদ আলম : [২] করোনা প্রাদুর্ভাবের কারণে প্রায় এক মাসের বেশি সময় ধরে বৈঠকে বসতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ে ইসির জরুরি সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ইসির সার্বিক পরিস্থিতি জানতেই মূলত এই বৈঠক। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এছাড়া অন্যান্য চার কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।
[৩] বৈঠকে স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, জাতীয় সংসদের উপ-নির্বাচনের ও স্থানীয় সরকারে কিছু নির্বাচনের বিষয়ে আলোচনা হতে পারে। মৃত্যুজনিত কারণে এখন তিনটি সংসদীয় আসন শূন্য রয়েছে। এগুলো হচ্ছে- সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।