রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী জিহাদীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] রোববার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার শাহজাহান আলী জিহাদী উল্লাপাড়া সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
[৪] উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ জানান, রোববার উপজেলার বেশ কয়েকটি গ্রামে গোপন বৈঠকে অংশ নেন শাহজাহান আলী। সবশেষ গভীর রাতে উলিপুর এলাকায় বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন তিনি। খবর পেয়ে বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
[৫] ওসি আরও বলেন, গ্রেফতার শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সম্পাদনা: হ্যাপি