শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে লিচু বাজারজাত শুরু (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: সোমবার (১০ মে) থেকে নাটোরে লিচু বাজারজাতকরণ শুরু হয়েছে। প্রথম দিন পর্যাপ্ত সরবরাহ হলেও, লকডাউনের কারণে পাইকারি ক্রেতা ছিল কম। তাই দরও প্রতিপিস ২ টাকার উপরে ওঠেনি। ঈদের পর দাম বাড়তে পারে বলে আশা লিচু বাগানিদের।

গত ৩ মে নাটোর জেলা প্রশাসন ও কৃষি বিভাগ মোজাফফরপুরী জাতের লিচু বাজারজাতকরণের জন্য ১০ মে দিন ঠিক করে। আর বোম্বাই জাতের লিচু বাজারজাত করা হবে ৩০ মে।

প্রথম দিনেই মোজাফফরপুরী জাতের পর্যাপ্ত লিচু সরবরাহ করেন বাগানিরা। কিন্তু লকডাউনের কারণে পাইকারি ক্রেতা কম। তবুও ভালোমানের প্রতি পিস লিচুর দর ২ টাকা পর্যন্ত ওঠে। পাইকার বেশি থাকলে দাম আরও বেশি পাওয়া যেতো বলে জানালেন বাগান মালিকরা।

আবদুর রহিম নামে এক বাগান মালিক জানান, বাজারে পাইকাররা না আসায় লিচুর দাম কম। যদি গাড়ি চলাচল শুরু হয়, তাহলে বিক্রি বাড়বে। দামও ভালো পাওয়া যাবে। সময়টিভি

এবার অনাবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হয়েছে। তবে বেশি সুস্বাদু বোম্বাই জাতের লিচুর ভালো দাম পাওয়ার আশা বাগানিদের।

চলতি বছর নাটোরে ৯৮৩ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আর উৎপাদন হতে পারে ৮ হাজার ৮১৫ মেট্রিক টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়