শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে কৃষকের অ্যাপে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

আবু জাহের: বগুড়ার শেরপুরে খাদ্য বিভাগের পক্ষ থেকে অভ্যন্তরিন বোরো ধান সংগ্রহের সোমবার (১০ মে) বেলা ১১টায় উপজেলার ধুনটমোড় এলএসডি গুদামে কৃষক আ্যপে ধান উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনট নির্বাচনীয় এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধান সংগ্রহ অনিয়ম রোধে এবার কিছুটা ভিন্ন পদ্ধতিকে অনলাইন কৃষকের অ্যাপে ধান সংগ্রহ শুরু করেছে। কৃষকের অ্যাপে নিবন্ধন ও আবেদন হওয়ার পর কম্পিউটার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারিতে কৃষক নির্বাচন করে তাদের কাছ থেকে কেনার ব্যবস্থা করেছে। যেন কোন প্রকার অনিয়ম না হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সেকেন্দার রবিউল ইসলাম, খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত অফিসার রাশেদুল ইসলাম, সুঘাট ইউনিয়নের আ‘লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহসহ কৃষকবৃন্দ।

খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত অফিসার রাশেদুল ইসলাম জানান, এ বছর উপজেলায় মোট ২৯০২ মেট্রিটন ধান এবং ১৫১৫৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি মূল্য প্রতি কেজি ধান ২৭ টাকা আর চাল ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষকের ধরণ ভেদে একজন সর্বোচ্চ তিন মেট্রিক পর্যন্ত ধান বিক্রয় করতে পারবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সেকেন্দা রবিউল ইসলাম জানান, কৃষকের অ্যাপে অভ্যন্তরিন বোরো ধান সংগ্রহ শুরু করা হলো। কৃৃষকের অ্যাপ প্রচারে মাইকিং, লিপলেট বিতরণ ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপন করেছি। কৃষকের অ্যাপে ধান বিক্রি জন্যে উপজেলায় নিবন্ধন করেছে প্রথম পর্যায়ে ৩৬০০জন। তিনি আরোও জানান, অ্যাপ নিবন্ধনকৃত কৃষকদের ধান এ বছর ১৫ আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে। ধান সংগ্রহে ২য় পর্যায়ের নিবন্ধন চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়