শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৯:৪২ রাত
আপডেট : ০৯ মে, ২০২১, ০৯:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা-ফেন্সিডিলসহ আটক ৮

সুজন কৈরী: [২] রাজধানীর বিভিন্ন স্থান ও ঢাকা জেলার সাভার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলসহ ৮ জনকে আটক করেছে র‌্যাবের তিনটি ব্যাটালিয়ন। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, কার্গো ট্রাক ও পিকআপ।

[৩] শনিবার ও রোববার রাজধানীর ওয়ারী, উত্তরা, যাত্রাবাড়ী এবং সাভার এলাকায় র‌্যাব-৩, র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ নম্বর ব্যাটালিয়নের অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

[৪] র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, মাইক্রোবাসে করে চট্টগ্রাম থেকে ইয়াবার চালান বিক্রির জন্য রাজধানীর গুলিস্তান এলাকায় আসার তথ্যে শনিবার সন্ধ্যায় গুলিস্তানগামী একমুখী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় সৈয়দ (৩০) নামের একজন মাদক কারবারিকে। জব্দ করা হয় ইয়াবা পরিবহনে মাইক্রোবাসটি।

[৫] এছাড়া একইদিন রাতে পৃথক অভিযানে উত্তরা পূর্ব থানাধীন এলাকা থেকে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার ও পেয়ার আহম্মেদ ওরফে ওমর (২৩) নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৬] এসব ঘটনায় ওয়ারী ও উত্তরা পূর্ব থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

[৭] র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, শনিবার রাতে ব্যাটালিয়নের একটি দল সাভারের হরিনধরা এলাকায় অভিযান চালিয়ে ৩৪৪ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪৫০টাকাসহ দ্বীন ইসলাম (৪৫) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায়সরবরাহ করছিলেন।

[৮] এদিকে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, রোববার রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ বোতল ফেন্সিডিলসহ কাউছার (২৬) ও তোফাজ্জল হোসেন (২৮) নামের দুজনকে আটক করে ব্যাটালিয়নের একটি দল। এ সময় আটকদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কার্গো ট্রাক, ৩টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

[৯] এছাড়া একই দিন র‌্যাব-১০ এর অপর একটি দল ধলপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেন্সিডিলসহ আব্দুস ছালাম (৩০), রুবেল (৩০) ও ফারুক হোসেন (২৮)নামের তিন জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৮৬০ টাকা জব্দ করা হয়।

[১০] গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়