শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সময়ের আগেই রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে পাকা আম

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন যেন পরিপক্ব আমই গাছ থেকে নামানো হয়। কিন্তু সময়ের আগেই রাজশাহী মহাগরীর বিভিন্ন এলাকায় ঝুড়ি সাজিয়ে পাকা আম বিক্রি করতে দেখা যাচ্ছে।

[৩] জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে’র আগে বাজারে কোন ধরনের পাকা আম পাড়া যাবে না।

[৪] গত শনিবার থেকে নগরীর সাহেববাজারসহ কয়েকটি স্থানে গোপালভোগ আম বিক্রি করতে দেখা যায়। দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা।

[৫] ব্যবসায়ীদের দাবি, গাছে আম পেকে গেছে। তাই বাগানমালিকের কাছ থেকে তারা কিনে এনেছেন। তবে কয়েকজন ব্যবসায়ী বলেন, আম নামানোর সময়সীমা বেঁধে দেয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। আম পেকে যাওয়ায় তিনি বাজারে এনেছেন।

[৬] গত বৃহস্পতিবার কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করে জেলা প্রশাসন আম নামানোর তারিখ নির্ধারণ করে। সবার মতামতের ভিত্তিতে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর যেসব জাতের আম যেদিন থেকে নামানো শুরু হয়েছিল, এবারও সেই তারিখে ওই জাতের আম নামানো যাবে।

[৭] এর মধ্যে সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে আগামী ১৫ মে থেকে। আর উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ২০ মে, লক্ষণভোগ বা লখনা ও রাণীপছন্দ ২৫ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৮ মে থেকে নামিয়ে হাটে তুলতে পারবেন বাগানমালিক ও চাষিরা।

[৮] এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিন ও বারি আম-৪ নামানো যাবে। এর আগে এসব আম নামানো যাবে না।

[৯] জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, এ বিষয়টি নজরদারি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন। দ্রুতই তাঁরা অভিযানে নামবেন। সময়ের আগে কোনো আম বাজারে বিক্রি করতে দেয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়