মো.ইউসুফ মিয়া : [২] শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে দৌলতদিয়া পূর্ব পাড়ার সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের মাঝে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনায় ক্ষতিগ্রস্ত যৌনকর্মীর ৬'শ ৫২ জন শিশু সন্তানদের মাঝে ঈদের নতুন পোষাক উপহার দেওয়া হয়।
[৩]জেলা প্রশাসনের উদ্যোগে করোনা কালিন পরিস্থিতিতে লকডাউন চলাকালীন ঈদকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সুবিধা বঞ্চিত যৌনপল্লীর যৌনকর্মীর শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক দিলশাদ বেগম।
[৪] এসময় জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ যৌনপল্লীর ৬'শ বাহান্ন জন শিশুর মাঝে এ নতুন পোশাক সহায়তা প্রদান করা হয়েছে, সরকারের এ ধারা অব্যাহত থাকবে।