শিরোনাম
◈ গাজা থেকে সিডনি; যখন ইসরায়েল বিশ্বের ইহুদিদের জীবন কেড়ে নেয়! ◈ বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে কী ঘটেছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  ◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার রান্নায় মন দিয়েছেন মালাইকা

বিনোদন ডেস্ক : মালাইকা অরোরা সব সময় আলোচনায় থাকেন শরীরচর্চা বা অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে। তবে এতকিছুর পরেও তিনি রান্না যে খুব মন দিয়ে করেন তা অনেকেরই অজানা। আবার তাও করেছেন বিশেষ একজনের জন্য। আর সেই বিশেষ একজন হলেন তার ছেলে আরহান খান। স্টার ভার্সেস ফুড অনুষ্ঠানের চতুর্থ পর্বে উপস্থিত থাকবেন মালাইকা। আর সেখানে তিনি রাঁধবেন তার প্রিয় পদ মালাবার ফিশ কারি।

মালাইকার মতো সুন্দরী আর লাস্যময়ী নায়িকার হাতের রান্না বলে কথা। কিন্তু রান্নাঘরে গেলে একটু হলেও তেল মশলার দাগ লাগবে। মালাইকা রান্নাঘরে প্রবেশ করার পর শেফ প্রতীক সাধু জানতে চান যে স্টিলেটো পরে কী ভাবে রাঁধবেন বলিউডের আইটেম গার্ল?

উত্তরে মালাইকা বলেন, তিনি আগে থেকেই আরামদায়ক জুতো পরে এসেছেন বাড়ি থেকে যাতে রান্না করতে তার কোনও অসুবিধে না হয় তার জন্য সব রকমভাবে প্রস্তুত তিনি। তবে স্টিলেটোর প্রতি যে তার প্রেম আদি অকৃত্রিম সেটাও প্রকাশ করেন। মালাইকা জানান, সুযোগ থাকলে তিনি স্টিলেটোর উপরেই ঘুমোতেন।

সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে পড়েন মালাইকা। রান্না করেন ছেলের ইচ্ছে অনুযায়ী। মায়ের হাতের রান্না খেতে ভালোবাসেন আরহান। আর মূলত ছেলের মুখের হাসি দেখতেই রান্না করতে এত ভালোবাসেন মালাইকা। এত দিন এরকম একটা শোতে আসার জন্য অপেক্ষা করছিলেন তিনি। কারণ রান্নাটা তিনি যেমন তেমন ভাবে করেন না। এটা তার প্যাশনে পরিণত হয়েছে। রান্না ঘরে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এবং যেটা জানেন না, সেটা শিখে নেওয়ার ইচ্ছে আছে তার।

মালাইকা বলেন একদিন ছেলে স্কুল থেকে ফিরে তার কাছে অভিযোগ জানান, বন্ধুদের মায়েরা দারুণ রান্না করেন, তাহলে মালাইকা কেন পারেন না? এর পরেই রান্নায় মনোযোগ দেন কঙ্গনা। মালাইকার রান্নার তেলেসমাতি দেখা যাবে ডিসকোভারি চ্যানেলে। সূত্র: নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়