ডেস্ক নিউজ: ঘটনাটি ঘটেছে বেলারুশের রাজধানী মিনস্কে। এক নারী ড্রাইভিং শিখতে যাচ্ছিলেন। এসময় ওই নারীকে রাজধানী মিনস্ক থেকে মুখোশধারী চার ব্যক্তি তাকে ধরে নিয়ে যায়। পরে ৬৫০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার টাকা জরিমানাও করা হয়।
জরিমানার শিকার ওই নারীর নাম নাটালিয়া সিভতসোভা-সেদুশকিনা। আর জরিমানার কারণ হলো, লাল-সাদা দেশটিতে নিষিদ্ধ একটি পতাকার রঙের সঙ্গে মিলে যায়!
জানা যায়, তার পরিহিত মোজার রঙ নিষিদ্ধঘোষিত পতাকার রঙের সঙ্গে মিলে যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও তার বিরুদ্ধে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখানোর অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। ওই নারী ভি চিহ্ন দেখানোর পর তার পাশ কাটিয়ে যাওয়া অনেককেই তাকে স্যালুট দিতে দেখা গেছে। সূত্র: চ্যানেল নিউজ ২৪