সুজন কৈরী: [২] ঢাকার আশুলিয়া এলাকায় পৃথক অভিয়ান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও পিকআপ জব্দ করা হয়েছে।
[৩] র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, শুক্রবার সকাল ৬টায় ব্যাটালিয়নের একটি দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ৪১৮ গ্রাম হেরোইন, নগদ ২৫ হাজার ৯৪০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কারসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন নিজামউদ্দিন (৩২)।
[৪] তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে প্রাইভেটকারে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে হেরোইন রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
[৫] র্যাব কর্মকর্তা জিয়াউর রহমান আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় পৃথক অভিযান চালিয়ে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ কেজি ৪৭৮ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪ এর অপর একটি দল। আটকরা হলেন- ফরিদুল ইসলাম (৪২), ইমরান খান (২৭) এবং হাবিবুর রহমান (১৯)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়েছে।
[৬] আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পিকাপে করে বিশেষ কৌশলে গাঁজা এনে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কছে বিক্রি করতেন।
[৭] এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এএসপি জিয়াউর রহমান।