শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে হেরোইন ও গাঁজাসহ আটক ৪

সুজন কৈরী: [২] ঢাকার আশুলিয়া এলাকায় পৃথক অভিয়ান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও পিকআপ জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, শুক্রবার সকাল ৬টায় ব্যাটালিয়নের একটি দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ৪১৮ গ্রাম হেরোইন, নগদ ২৫ হাজার ৯৪০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কারসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন নিজামউদ্দিন (৩২)।

[৪] তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে প্রাইভেটকারে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে হেরোইন রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

[৫] র‌্যাব কর্মকর্তা জিয়াউর রহমান আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় পৃথক অভিযান চালিয়ে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ কেজি ৪৭৮ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ এর অপর একটি দল। আটকরা হলেন- ফরিদুল ইসলাম (৪২), ইমরান খান (২৭) এবং হাবিবুর রহমান (১৯)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়েছে।

[৬] আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পিকাপে করে বিশেষ কৌশলে গাঁজা এনে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কছে বিক্রি করতেন।

[৭] এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এএসপি জিয়াউর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়