শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে হেরোইন ও গাঁজাসহ আটক ৪

সুজন কৈরী: [২] ঢাকার আশুলিয়া এলাকায় পৃথক অভিয়ান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও পিকআপ জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, শুক্রবার সকাল ৬টায় ব্যাটালিয়নের একটি দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ৪১৮ গ্রাম হেরোইন, নগদ ২৫ হাজার ৯৪০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কারসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন নিজামউদ্দিন (৩২)।

[৪] তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে প্রাইভেটকারে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে হেরোইন রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

[৫] র‌্যাব কর্মকর্তা জিয়াউর রহমান আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় পৃথক অভিযান চালিয়ে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ কেজি ৪৭৮ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ এর অপর একটি দল। আটকরা হলেন- ফরিদুল ইসলাম (৪২), ইমরান খান (২৭) এবং হাবিবুর রহমান (১৯)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়েছে।

[৬] আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পিকাপে করে বিশেষ কৌশলে গাঁজা এনে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কছে বিক্রি করতেন।

[৭] এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এএসপি জিয়াউর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়