শিরোনাম
◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু ◈ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর ◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার?

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুর যুবলীগের ফ্রি সবজি বাজার

মাসুদ রানা: [২] মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে করোনাকালে ৫ শতাধিক অসহায় ও পথচারীদের মাঝে সবজি বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের আয়োজনে এ ফ্রি সবজি বিতরন করা হয়। এ ধরনের বাজারে রয়েছে কেজি মাছ, মিষ্টি কুমড়া, পুইশাক, পেয়াজ, ঢেড়স, লাউ, কাচা মরিচ, আলু, পটলসহ অনেক কিছু।

[৩] বর্তমান করোনা কালে মানবতার ফেরিওয়ালা নামে যাকে মেহেরপুর বাসী চেনে এবং জানে তিনি হলেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয় মাহফুজুর রহমান রিটন।এসময় জেলা যুবলীগের আহবায়ক রিটন বলেন, করোনাকালে অর্থের অভাবে সংসার চালাতে হিশিম খাচ্ছিলাম।

[৪] তাই কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে আমার অসহায় খেটে খাওয়া মানুষের কিছুটা হলেও সহয়তার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র।তিনি আরও বলেন, শুধু তাই নয় এই করোনাকালে যাতে আমার অক্সিজেন ব্যাংক তৈরি করেছি ।

[৫] সেই সাথে করোনা আক্রান্ত রোগী মারা গেলে তাদের দাফনের জন্য আমার একটি স্বেচ্ছাসেবক ইউনিট তৈরি করেছি। ১৪ হাজার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিয়েছি। মেহেরপুর যুবলীগ সব সময় মানুষের পাশে থেকে কাজ করে। এদিকে ব্যগ ভর্তি বাজার নিয়ে বাড়ি যাওয়ার সময় অসহায় মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেছে।

[৬] এসময় উপস্থিত ছিললেন জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, মিজানুর রহমান অপু, সাইদুর রহমান, মেজবাহ উদ্দিন, রোকনুজ্জামান রোকন , শেখ সারাফত সহ যুবলীগের নেতাকর্মী । সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়