শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুর যুবলীগের ফ্রি সবজি বাজার

মাসুদ রানা: [২] মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে করোনাকালে ৫ শতাধিক অসহায় ও পথচারীদের মাঝে সবজি বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের আয়োজনে এ ফ্রি সবজি বিতরন করা হয়। এ ধরনের বাজারে রয়েছে কেজি মাছ, মিষ্টি কুমড়া, পুইশাক, পেয়াজ, ঢেড়স, লাউ, কাচা মরিচ, আলু, পটলসহ অনেক কিছু।

[৩] বর্তমান করোনা কালে মানবতার ফেরিওয়ালা নামে যাকে মেহেরপুর বাসী চেনে এবং জানে তিনি হলেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয় মাহফুজুর রহমান রিটন।এসময় জেলা যুবলীগের আহবায়ক রিটন বলেন, করোনাকালে অর্থের অভাবে সংসার চালাতে হিশিম খাচ্ছিলাম।

[৪] তাই কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে আমার অসহায় খেটে খাওয়া মানুষের কিছুটা হলেও সহয়তার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র।তিনি আরও বলেন, শুধু তাই নয় এই করোনাকালে যাতে আমার অক্সিজেন ব্যাংক তৈরি করেছি ।

[৫] সেই সাথে করোনা আক্রান্ত রোগী মারা গেলে তাদের দাফনের জন্য আমার একটি স্বেচ্ছাসেবক ইউনিট তৈরি করেছি। ১৪ হাজার মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিয়েছি। মেহেরপুর যুবলীগ সব সময় মানুষের পাশে থেকে কাজ করে। এদিকে ব্যগ ভর্তি বাজার নিয়ে বাড়ি যাওয়ার সময় অসহায় মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেছে।

[৬] এসময় উপস্থিত ছিললেন জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, মিজানুর রহমান অপু, সাইদুর রহমান, মেজবাহ উদ্দিন, রোকনুজ্জামান রোকন , শেখ সারাফত সহ যুবলীগের নেতাকর্মী । সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়