মাহবুবুর রহমান: [২] নোয়াখালী হাতিয়া সোনাদিয়া ইউনিয়নে জোবায়ের নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।
[৩] শুক্রবার (৭ মে) সকালে সোনাদিয়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডে বাতেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকাশ্য এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফুটবল মার্কার প্রার্থী জুবায়ের হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সাথে থাকা তিনজন তাকে উদ্ধার করতে এলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে য়ায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
[৪] আহতরা হলেন নিহতের ছেলে মো.জীবনসহ মহসিন, আজগর।
[৫] এ বিষয়ে হাতিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, আমরা বিষয়টি শুনেছি ইতোমধ্যে আমরা এ বিষয়ে তদন্তের জন্য কাজ করছি। সম্পাদনা: হ্যাপি