শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে গোলাগুলির পর১০হাজার ইয়াবা,অস্ত্রসহ আটক-২

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের লম্বাবিল বেড়িবাঁধ এলাকায় বিজিবি ও মাদক পাচারকারি মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।ঘটনাস্থল থেকে দুই মাদক পাচারকারীকে ১০হাজার ইয়াবা,একটি এলজি,এক রাউন্ড কার্তুজের খালি খোসাসহ আটক করেছে বিজিবি।

[৩]বুধবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বেড়িবাঁধ এলাকায় থেকে অস্ত্র,কার্তুজের খালি খোসা,ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,হোয়াইক্যং ইউপি লম্বাবিল এলাকার মোঃ নুর আলমের ছেলে মোঃআমির হোসেন প্রাঃ ডায়লা(৩০),একই এলাকার নুর আহমদের ছেলে মোঃ আজিজ উল্লাহ (৩০)।

[৪]বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান উনচিপ্রাং বিওপি দায়িত্বপূর্ণ লম্বাবিল এলাকা দিয়ে প্রবেশ করবে।এমন তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর ৩-৪জন দুষ্কৃতকারী ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে নাফনদী পার হয়ে লম্বাবিল বেড়িবাঁধের দিখে আসতে দেখে।

[৫] টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে।ঔই ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিত ভাবে গুলিবর্ষণ করে।এতে বিজিবি দুই সদস্য আহত হয়।বিজিবি টহলদল সরকারী সম্পদ এবং নিজের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।উভয় পক্ষের মধ্যে ২-৩মিনিট গুলিবিনিময় হয়।এসময় দুই ইয়াবা পাচারকারীকে একটি ব্যাগসহ আহত অবস্থায় আটক করতে সক্ষম হয়।অন্য দুষ্কৃতকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে নদী নদী সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশী তৈরি বন্দুক(এলজি),এক রাউন্ড কার্তুজের খালি খোসা ও ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

[৬]তিনি আরো জানান,উদ্ধারকৃত অস্ত্র,কার্তুজ,ও ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়