শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাল এনআইডি ও বিভিন্ন ভুয়া পরিচয়পত্র তৈরির সংঘবদ্ধ চক্রের ৩ জনকে গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ও দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া এনআইডিসহ বিভিন্ন ভুয়া পরিচয়পত্র তৈরির সংঘবদ্ধ প্রতারক চক্রের ০৩ জনকে আটক করেছে র‌্যাব ৭, চট্টগ্রাম।

[৩] র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এবং দেওয়ানহাট এলাকায় কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদ এর নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বুধবার এম.এম. এন্টারপ্রাইজ নামক দোকান ও হোসাইন এন্টারপ্রাইজ নামীয় দোকানে অভিযান পরিচালনা করে মোঃ ইমরান (২৭), পিতা-মৃত ছবির আহামদ, মোঃ হোসাইন (২২), পিতা- মোঃ আব্দুর রশীদ এবং মোঃ বেলাল হোসেন টিপু (৩৩), পিতা মৃত- ছাবের আহমেদ, মাতা- রোকেয়া বেগমদের আটক করে।

[৪] গ্রেপ্তারকৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করে। উক্ত দোকান তল্লাশি করে ভূয়া জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্র, বিদ্যালয় পরিত্যাগ সনদ, পিইসি সার্টিফিকেট ফরম, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদ এর নাগরিক সনদ ইত্যাদি তৈরীর কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে আসামীকে গ্রেপ্তার করা হয়।

[৫] আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে আসছে। আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়