শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাল এনআইডি ও বিভিন্ন ভুয়া পরিচয়পত্র তৈরির সংঘবদ্ধ চক্রের ৩ জনকে গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ও দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া এনআইডিসহ বিভিন্ন ভুয়া পরিচয়পত্র তৈরির সংঘবদ্ধ প্রতারক চক্রের ০৩ জনকে আটক করেছে র‌্যাব ৭, চট্টগ্রাম।

[৩] র‌্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এবং দেওয়ানহাট এলাকায় কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদ এর নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বুধবার এম.এম. এন্টারপ্রাইজ নামক দোকান ও হোসাইন এন্টারপ্রাইজ নামীয় দোকানে অভিযান পরিচালনা করে মোঃ ইমরান (২৭), পিতা-মৃত ছবির আহামদ, মোঃ হোসাইন (২২), পিতা- মোঃ আব্দুর রশীদ এবং মোঃ বেলাল হোসেন টিপু (৩৩), পিতা মৃত- ছাবের আহমেদ, মাতা- রোকেয়া বেগমদের আটক করে।

[৪] গ্রেপ্তারকৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করে। উক্ত দোকান তল্লাশি করে ভূয়া জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্র, বিদ্যালয় পরিত্যাগ সনদ, পিইসি সার্টিফিকেট ফরম, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদ এর নাগরিক সনদ ইত্যাদি তৈরীর কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে আসামীকে গ্রেপ্তার করা হয়।

[৫] আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে আসছে। আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়