শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০২:০৪ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবিতে ছাত্রলীগের দু‘পক্ষের সংঘর্ষ, আহত ১০

মঈন উদ্দীন: [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারী-কর্মকর্তাসহ ছাত্রলীগরে নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে চাকরি প্রত্যাশী মহানগর ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পুলিশ লঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দয়ে।

[৩] বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দেিক ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

[৪] প্রত্যাক্ষদর্শীরা জানান, চাকরি প্রত্যাশী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিষ্ট্রার আব্দুল্লাহ আল মামুন ও সেকশক অফিসার মাসুদের ওপর হামলা চালান। সেখানে বিশ্ববদ্যিালয় ছাত্রলীগ নেতার্কমীরাও উপস্থিত ছিলেন। এ সময় রাবি ছাত্রলীগ নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে। পরে রাবি ছাত্রলীগ সংগঠতি হয়ে ধাওয়া করলে মহানগর ছাত্রলীগের সাথে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠির্চাজ করলে মহানগর ছাত্রলীগ নেতার্কমীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান।

[৫] রাবির সাবেক ছাত্রলীগ নেতা ও সেকশন অফিসার কামার্জুামান চঞ্চল জানান, বৃহস্পতিবার রাবি ভিসি আব্দুস সোবহানরে মেয়াদরে শেষ দিন। তিনি চাকরি প্রত্যাশী ১২৫ জন ছাত্রলীগ নেতার্কমীকে নিয়োগ দিয়েছেনে বলে প্রচার হলে মহানগর ছাত্রলীগের চাকরি প্রত্যাশীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় তারাও চাকরি দাবি করে এবং তাদের এমন ভাব যেন এখনই তাদের নিয়োগ দিতে হবে। এ নিয়ে সেকশন র্কমর্কতাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হামলা চালায়। এ সময় আমি এগিয়ে গেলে তারা আমাকেও লাঞ্ছিত করে।

[৬] তিনি আরও বলেন, ঘটনার সময় রাবি ছাত্রলীগের কিছু নেতাকমী সেখানে ছিল। তারা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করা হয়। পরে রাবি ছাত্রলীগের নেতার্কমীরা সংগঠিত হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ এসে লাঠির্চাজ শুরু করলে দুই পক্ষেই ছত্রভঙ্গ হয়ে যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়