শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবানে আরাকান আর্মির ৩ সদস্য গ্রেফতার

বাবুল খাঁন: [২] মায়ানমারের প্রশিক্ষণ শিবির থেকে পালিয়ে বান্দরবানে আসার সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এ,এ) ৩ সদস্যকে আটক করা হয়েছে।

[৩] বুধবার রাতে বান্দরবানের রেইসা সেনাবাহিনীর চেকপোস্ট দিয়ে টেক্সি যোগে বান্দরবান শহরে প্রবেশের সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে।

[৪] জিজ্ঞাসাবাদের পর আজ বুধবার বান্দরবান সদর থানায় তাদের সোপর্দ করা হয়।

[৫] আটককৃতরা হলেন চসি (৩২), নি হয়াই (৩০) ও চলুমং (২৮)। এদের বাড়ি মায়ানমারের আরাকান রাজ্যের মান্দা এলাকায়।

[৬] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা কদিন আগে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন ওয়ালিদং এলাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরা মায়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণ শিবিরে ৩ মাস প্রশিক্ষণ নেয়ার পর পালিয়ে বাংলাদেশের চলে আসে। মঙ্গলবার রাতে তারা কক্সবাজার থেকে টেক্সি যোগে বান্দরবান শহরে প্রবেশের সময় রেইছা এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে চসির বোন বান্দরবানের ডলু পাড়া এলাকায় বসবাস করে। তারা সেখানে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

[৭] এদিকে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

[৮] উল্লেখ্য মায়ানমারে আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনীর মধ‍্যে বর্তমানে তুমুল সংঘর্ষ চলছে। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়