বাবুল খাঁন: [২] মায়ানমারের প্রশিক্ষণ শিবির থেকে পালিয়ে বান্দরবানে আসার সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এ,এ) ৩ সদস্যকে আটক করা হয়েছে।
[৩] বুধবার রাতে বান্দরবানের রেইসা সেনাবাহিনীর চেকপোস্ট দিয়ে টেক্সি যোগে বান্দরবান শহরে প্রবেশের সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে।
[৪] জিজ্ঞাসাবাদের পর আজ বুধবার বান্দরবান সদর থানায় তাদের সোপর্দ করা হয়।
[৫] আটককৃতরা হলেন চসি (৩২), নি হয়াই (৩০) ও চলুমং (২৮)। এদের বাড়ি মায়ানমারের আরাকান রাজ্যের মান্দা এলাকায়।
[৬] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা কদিন আগে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন ওয়ালিদং এলাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরা মায়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণ শিবিরে ৩ মাস প্রশিক্ষণ নেয়ার পর পালিয়ে বাংলাদেশের চলে আসে। মঙ্গলবার রাতে তারা কক্সবাজার থেকে টেক্সি যোগে বান্দরবান শহরে প্রবেশের সময় রেইছা এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে চসির বোন বান্দরবানের ডলু পাড়া এলাকায় বসবাস করে। তারা সেখানে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
[৭] এদিকে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
[৮] উল্লেখ্য মায়ানমারে আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনীর মধ্যে বর্তমানে তুমুল সংঘর্ষ চলছে। সম্পাদনা: হ্যাপি