শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ১১:১৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২১, ১১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর ফিরবে না মানুষটা, কষ্টে কোভিডে মৃত বাবার চিতায় ঝাঁপ মেয়ের! শরীরের ৭০% পুড়ে গেছে

ডেস্ক রিপোর্ট : দামোদরদাস শারদা নামে ৭৩ বছরের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার হাসপাতালে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, যখন দামোদরদাসের শেষকৃত্য হচ্ছিল, তখন তাঁর তিন মেয়ের মধ্যে সবচেয়ে থোট চন্দ্রা শারদা আচমকাই চিতায় ঝাঁপ দেন।
করোনা আবহে দুঃখজনক ঘটনা। বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মেয়ে ঝাঁপিয়ে পড়লেন বাবার চিতায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩৪ বছরের ওই মহিলা। পুলিশ সূত্রে এ খবর জানানো হয়েছে।

দামোদরদাস শারদা নামে ৭৩ বছরের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার হাসপাতালে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, যখন দামোদরদাসের শেষকৃত্য হচ্ছিল, তখন তাঁর তিন মেয়ের মধ্যে সবচেয়ে থোট চন্দ্রা শারদা আচমকাই চিতায় ঝাঁপ দেন। উপস্থিত লোকজন তাঁকে কোনওক্রমে চিতা থেকে নামিয়ে আনেন। কিন্তু এই ঘটনায় চন্দ্রার শরীরের ৩৪ শতাংশই পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য জোধপুর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

কোতওয়ালি থানার স্টেশন হাউস অফিসার প্রেম প্রকাশ জানিয়েছেন, দামোদরদাসের তিন মেয়ে। তাঁর স্ত্রী কিছুদিন আগেই মারা গিয়েছেন। তাঁর ছোট মেয়ে চিতায় ঝাঁপিয়ে পড়েছিলেন।

পুলিশ জানিয়েছে, দামোদরদাস ছিলেন বারমেড়ের রাই কলোনির বাসিন্দা। তাঁকে গত রবিবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছ, বাবার শেষকৃত্য যাওয়ার জন্য জেদ ধরেছিলেন তাঁর ছোট মেয়ে।

উল্লেখ্য, দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে আক্রান্তর সংখ্যা। গতকাল, দেশের মোট কোভিড আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছিল ২ কোটি।

আজ, বুধবার, প্রায় চার হাজারের কাছাকাছি পৌঁছল দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৪৪৯। সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪১৭। রবিবার একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৬৮৯।

দৈনিক আক্রান্তের সংখ্যাও গত দুদিনের তুলনায় ফের বেড়েছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। সোমবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ১৮৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ২২৯। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন।
সূত্র- এবিপি আনন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়