মাহামুদুল পরশ: [২] মঙ্গলবার কুয়েত ক্যবিনেটের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয় চলতি মাসের ২২ তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। আল আরাবিয়া
[৩] বিবৃতিতে আরও বলা হয়, সাধারণত যে সকল নাগরিক ভ্যাকসিন নেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হয়নি তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কুয়েতি নাগরিক ব্যাতিত কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা চলমান থাকবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
[৪] কুয়েতে প্রতিনিয়তই করোনার নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার প্রথম ঢেউয়ের সময়ে যেখানে কুয়েতে প্রতিদিনের সংক্রমণ ছিলো ১ হাজার এর কাছাকাছি সেখানে এখন প্রতিনিয়তই নতুন করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়াচ্ছে।
[৫] এখন পর্যন্ত কুয়েতে প্রায় ৩ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। ভারতে করোনা সংক্রমণের ভয়াবহতার জের ধরে প্রায় ২ সপ্তাহ আগে ভারতের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিলো দেশটি যা এখন পর্যন্ত কার্যকর রয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল