শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'নয়া দামান' গানটি গেয়েছেন সিলেটের তোশিবা

বিনোদন ডেস্ক : 'আইলারে নয়া দামান'- শখের বসে প্রথম মাত্র দুই লাইন দিয়ে টিকটক বানানোর পর জনপ্রিয়তা মেলে। পরে প্রবাসী মিউজিশিয়ান মুজার সহায়তায় পুরো গানটি আপলোড করা হয় ইউটিউবে। যার ধারাবাহিকতায় ব্যাপক ভাইরাল। অন্তরালের শিল্পী ডিবিসি নিউজকে জানান গানটির পেছনের গল্প। তার কণ্ঠে এতটা সাড়া জাগালেও নামটি অন্তরালে থাকার আক্ষেপও রয়েছে তার।

সিলেটের আঞ্চলিক গানটির শিল্পী তোশিবা বেগমও সিলেটের। কিন্তু তা ভাইরাল হয়েছে খুলনার মেডিক্যাল শিক্ষার্থী সুচনা যখন নিজের বিয়েতে গানটির সঙ্গে নেচে ওঠেন।

এরপর গানটি টিকটক লাইকি প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তা পায়। সবশেষ ভাইরাল হয় তিন চিকিৎসকের নাচের ভিডিও।

ডিবিসি নিউজের সঙ্গে কথা হয় গানটির মুল শিল্পী তোশিবার। জানান গানটির পেছনের গল্প।

তোশিবা বলেন, 'অনেকেই বলছিলেন অনেকদিন ধরেই আপু একটা গান কাভার করেন। তো আমার সময়ে সুযোগে হয়নি কখনই। হঠাৎ একদিন দেখলাম মুজা ভাই আমাকে নক করেছেন। উনি বললেন, আমি দেখেছি তুমি টিকটকে অনেক সুন্দর গান গাও। আমার সঙ্গে একটা গান করবে কি-না। তখন আমি বললাম ঠিক আছে ভাইয়া। তারপরে কয়েকটা গান ঠিক করলাম তার মধ্যে একটা নয়া দামান।'

এতো জনপ্রিয়তার আনন্দের সাথে আছে কিছুটা আক্ষেপও। তোশিবা জানান, সিলেটের গানগুলো বিশ্বের দরবারে তুলে ধরার স্বপ্নের কথা।

তিনি আরো বলেন, 'অনেক গান আছে যা আমাদের কবিগুরুরা লিখে গেছেন। যা সবার কাছে এখনও আসছে না, সবাই ভালো করে শুনেওনি। তাই আমি চাই আমাদের যে পুরনো সিলেটের গানগুলো আছে সেগুলো সবার সামনে আনবো। এগুলো নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।'

তোশিবার বাড়ি সুনামগঞ্জের ছাতকে। এখন থাকেন সিলেটের খাদিমপাড়ায়। তোসিবা জানান, গান নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কেবল নিজের চেষ্টায় শখের বশেই শিখেছেন তিনি। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়