শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'নয়া দামান' গানটি গেয়েছেন সিলেটের তোশিবা

বিনোদন ডেস্ক : 'আইলারে নয়া দামান'- শখের বসে প্রথম মাত্র দুই লাইন দিয়ে টিকটক বানানোর পর জনপ্রিয়তা মেলে। পরে প্রবাসী মিউজিশিয়ান মুজার সহায়তায় পুরো গানটি আপলোড করা হয় ইউটিউবে। যার ধারাবাহিকতায় ব্যাপক ভাইরাল। অন্তরালের শিল্পী ডিবিসি নিউজকে জানান গানটির পেছনের গল্প। তার কণ্ঠে এতটা সাড়া জাগালেও নামটি অন্তরালে থাকার আক্ষেপও রয়েছে তার।

সিলেটের আঞ্চলিক গানটির শিল্পী তোশিবা বেগমও সিলেটের। কিন্তু তা ভাইরাল হয়েছে খুলনার মেডিক্যাল শিক্ষার্থী সুচনা যখন নিজের বিয়েতে গানটির সঙ্গে নেচে ওঠেন।

এরপর গানটি টিকটক লাইকি প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তা পায়। সবশেষ ভাইরাল হয় তিন চিকিৎসকের নাচের ভিডিও।

ডিবিসি নিউজের সঙ্গে কথা হয় গানটির মুল শিল্পী তোশিবার। জানান গানটির পেছনের গল্প।

তোশিবা বলেন, 'অনেকেই বলছিলেন অনেকদিন ধরেই আপু একটা গান কাভার করেন। তো আমার সময়ে সুযোগে হয়নি কখনই। হঠাৎ একদিন দেখলাম মুজা ভাই আমাকে নক করেছেন। উনি বললেন, আমি দেখেছি তুমি টিকটকে অনেক সুন্দর গান গাও। আমার সঙ্গে একটা গান করবে কি-না। তখন আমি বললাম ঠিক আছে ভাইয়া। তারপরে কয়েকটা গান ঠিক করলাম তার মধ্যে একটা নয়া দামান।'

এতো জনপ্রিয়তার আনন্দের সাথে আছে কিছুটা আক্ষেপও। তোশিবা জানান, সিলেটের গানগুলো বিশ্বের দরবারে তুলে ধরার স্বপ্নের কথা।

তিনি আরো বলেন, 'অনেক গান আছে যা আমাদের কবিগুরুরা লিখে গেছেন। যা সবার কাছে এখনও আসছে না, সবাই ভালো করে শুনেওনি। তাই আমি চাই আমাদের যে পুরনো সিলেটের গানগুলো আছে সেগুলো সবার সামনে আনবো। এগুলো নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।'

তোশিবার বাড়ি সুনামগঞ্জের ছাতকে। এখন থাকেন সিলেটের খাদিমপাড়ায়। তোসিবা জানান, গান নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কেবল নিজের চেষ্টায় শখের বশেই শিখেছেন তিনি। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়