শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'নয়া দামান' গানটি গেয়েছেন সিলেটের তোশিবা

বিনোদন ডেস্ক : 'আইলারে নয়া দামান'- শখের বসে প্রথম মাত্র দুই লাইন দিয়ে টিকটক বানানোর পর জনপ্রিয়তা মেলে। পরে প্রবাসী মিউজিশিয়ান মুজার সহায়তায় পুরো গানটি আপলোড করা হয় ইউটিউবে। যার ধারাবাহিকতায় ব্যাপক ভাইরাল। অন্তরালের শিল্পী ডিবিসি নিউজকে জানান গানটির পেছনের গল্প। তার কণ্ঠে এতটা সাড়া জাগালেও নামটি অন্তরালে থাকার আক্ষেপও রয়েছে তার।

সিলেটের আঞ্চলিক গানটির শিল্পী তোশিবা বেগমও সিলেটের। কিন্তু তা ভাইরাল হয়েছে খুলনার মেডিক্যাল শিক্ষার্থী সুচনা যখন নিজের বিয়েতে গানটির সঙ্গে নেচে ওঠেন।

এরপর গানটি টিকটক লাইকি প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তা পায়। সবশেষ ভাইরাল হয় তিন চিকিৎসকের নাচের ভিডিও।

ডিবিসি নিউজের সঙ্গে কথা হয় গানটির মুল শিল্পী তোশিবার। জানান গানটির পেছনের গল্প।

তোশিবা বলেন, 'অনেকেই বলছিলেন অনেকদিন ধরেই আপু একটা গান কাভার করেন। তো আমার সময়ে সুযোগে হয়নি কখনই। হঠাৎ একদিন দেখলাম মুজা ভাই আমাকে নক করেছেন। উনি বললেন, আমি দেখেছি তুমি টিকটকে অনেক সুন্দর গান গাও। আমার সঙ্গে একটা গান করবে কি-না। তখন আমি বললাম ঠিক আছে ভাইয়া। তারপরে কয়েকটা গান ঠিক করলাম তার মধ্যে একটা নয়া দামান।'

এতো জনপ্রিয়তার আনন্দের সাথে আছে কিছুটা আক্ষেপও। তোশিবা জানান, সিলেটের গানগুলো বিশ্বের দরবারে তুলে ধরার স্বপ্নের কথা।

তিনি আরো বলেন, 'অনেক গান আছে যা আমাদের কবিগুরুরা লিখে গেছেন। যা সবার কাছে এখনও আসছে না, সবাই ভালো করে শুনেওনি। তাই আমি চাই আমাদের যে পুরনো সিলেটের গানগুলো আছে সেগুলো সবার সামনে আনবো। এগুলো নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।'

তোশিবার বাড়ি সুনামগঞ্জের ছাতকে। এখন থাকেন সিলেটের খাদিমপাড়ায়। তোসিবা জানান, গান নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কেবল নিজের চেষ্টায় শখের বশেই শিখেছেন তিনি। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়