শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড: মোহাম্মদ আখেরুজ্জামান: প্রবাসীদের রোজা সমাচার

ড: মোহাম্মদ আখেরুজ্জামান: আমাদের দেশের অনেক ভাই ও বোনেরা কর্মের উদ্দেশ্যে দেশের গণ্ডি পেড়িয়ে প্রবাসে বসবাস করে। কিন্তু তারা যেখানেই থাক না কেন, মন পরে থাকে ছোট বেলায় বেড়ে উঠা সেই চিরচেনা গ্রাম বাংলার পথে প্রান্তে। প্রতিটি সময় তারা মিস করতে থাকে চিরদেনা অনুষ্ঠান গুলো। এরমধ্যে আমাদের মুসলমানদের জন্য রোজা এবং ঈদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অনুসষ্ঠান যেখানে আছে নানা আয়োজন, নানা রকমের দেশী খাবারের পসরা।

বিশেষ করে যারা ননমুসলিম দেশে থাকেন তাদের জন্য রোজা হচ্ছে শুধুই নিজের ইবাদতের বিষয়। না আছে মসজিদে আযানের শব্দ, না আছে সেহেরির ডাকাডাকি, না আছে ইফতারির আগে মসজিদের কোরআন তেলাওয়াতের সুর। কোন রকম একটা রোজার সময়সূচী ঘরের মধ্যে অথবা মোবাইল ফোনে রেখে নিজ দায়িত্বে সেহেরী এবং ইফতার করা। বর্তমানে ইন্টারনেট সহজ হওয়াতে আর যাই হোক ঈদের দিনে রোজা রাখা হয় না। কয়েক বছর আগেও যোগাযোগ ব্যবস্থা কারণে অনেক প্রবাসী ঈদের দিন রোজা রেখে বিকেল বেলায় জানতে পারত আজ ঈদ।

এছাড়াও ননমুসলিম দেশে বসবাসরত প্রবাসী মুসলমানদের জন্য কর্মস্থলে ইফতারের সময় হলেও কোন রকম আযানের শব্দ কানে আশে না। নিজের ঘড়ি অথবা মোবাইল দেখে বিসমিল্লাহ বলে কোন রকমের খেজুর আর পানি মুখে দিয়ে ইফতার করা। কিন্তু সকল বাঙ্গালির চোখে সামনে তখন ভাসতে থাকে ছোলা, পিয়াজু, আলুর চপ, বেগুনী, জিলাপি,আর কানের মধ্যে বাজতে থাকে মামা হালিমের ডাকাডাকি। অনেক সময় গুরুত্বপূর্ণ মিটিং থাকলে সময়মত পানি মুখে দেওয়ার সুযোগটাও পাওয়া কঠিন হয়ে পরে। তবে সপ্তাহের যেদিন ছুটি থাকে সেদিন প্রতিটা মসজিদে থাকে নানা আয়োজন। বিভিন্ন দেশের ইফতারি দিয়ে নানা স্বাদে চলে ইফতারি ভোজন। তবে বাংলাদেশীদের ইফতারি আয়োজনে দেখা মেলে আমাদের চিরচেনা ছোলা, মুড়ি, বেগুনী, চপ, হালিম, এবং সাথে থাকে বিরিয়ানি কিংবা পোলাও। আবার অনেক সময় কয়েকটি বাঙ্গালী পররিবার মিলে ঘরোয়া ইফতারির আয়োজনও চোখে পরে বন্ধের দিনে। সাথে থাকে কচি কাচাদের সূরা কেরাতের প্রতিযোগীতাও।

জাপান একটি ননমুসলিম দেশ এখানেও অনেক মুসলমান বসবাস করে যাদের বেশীর ভাগই বিদেশী। এখানে বিদেশী মুসলমানরা তাদের ধর্মীয় ইবাদত করার জন্য প্রায় ২৫০টির মত মসজিদ তৈরি করেছে। জাপানের এই সকল মসজিদ গুলো বাংলাদেশের মসজিদের মত সকল কার্যক্রম ছাড়াও ইসলাম ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানে জাপানীদের দাওয়াত করা হয় এবং জাপানীদের কাছে ইসলাম ধর্মের পরিচয় তুলে ধরা হয়। এতে করে অনেক জাপানীজ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক জাপানীজ আছে নতুন মুসলমান হয়ে আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করে থাকে। তবে জাপানের প্রায় সকল মসজিদেই পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। তবে গত বছর করোনার কারণে জাপানের সকল মাসজিদে ইফতার এবং তারাবীহ না হলেও এবছর সীমিত আকারে নামাজের পরিচালনা হচ্ছে। কিন্তু প্রতি বছরের মত শনিবার এবং রবিবারের ইফতার পার্টি সহ সকল বড় আয়োজন বন্ধ আছে।

রোজা হচ্ছে মুসলমানদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় এবং অনুষ্ঠানও বটে। বিশেষ করে আমাদের বাংলাদেশীদের ইফতারিতে থাকে নানা ধরণের খাবারের পসরা। যেমন বিকেল বেলায় চকবাজারের ইফতারির মহরা, মামা হালিমের ডাকাডাকি, ছোলা, মুড়ি, বেগুনি, চপ, পিয়াজু, এবং নানা ধরণের জিলাপি। মাসজিদের শহর ঢাকার প্রতিটি মাসজিদেও চলে ধর্মপ্রান মুসলমানদের ইফতারির মহা আয়োজন। কিন্তু গত বছের থেকে করোনা নামে মহামারি মুসলমানদের রোজাকে করে দিয়েছে নিরামিষ। না আছে ঢাকা শহরের সেই ইফতারির সাজসজ্জা, না আছে মসজিদের সেই ইফতারি, তারাবী, মিলাদের মহরা। আজ আমরা পৃথিবীতে সবাই করোনার কারণে চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে গেছি। পবিত্র রোজার মাস উপলক্ষ্যে আল্লাহ কাছে আমাদের প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই মহা বিপদ থেকে হেফাজত করুণ।

ডঃ মোহাম্মদ আখেরুজ্জামান
টোকিও, জাপান

  • সর্বশেষ
  • জনপ্রিয়