শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ নয়, আমি এই পথেই এগিয়ে যাব: পায়েল সরকার

ডেস্ক রিপোর্ট : প্রতিপক্ষ রত্না বন্দ্যোপাধ্যায়। ব্যবধান প্রায় ৩৭ হাজার। বেহালা পূর্বে পরাজিত বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। ফল ঘোষণার পর্র দিন ট্যুইটারে জানালেন নিজের প্রতিক্রিয়া। শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের।

গত ২৫ ফেব্রুয়ারী জে পি নাড্ডার সভায় গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন পায়েল। পায়েল বলেন 'রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। পায়েল বলছেন, ‘আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’ মানুষের কাজ করার জন্য সিস্টেমের প্রয়োজন। কিন্তু বিজেপিকে কেন বেছে নিয়েছিলেন পায়েল? উত্তরে অভিনেত্রী বলেছিলেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’

 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেছিলেন পায়েল। সেখানে লিখেছেন, 'তৃণমূল কংগ্রেস আর দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়লাভ করার জন্য শুভেচ্ছা। গত কয়েক মাস বেহালা পূর্বের মানুষ আমায় যতটা ভালোবাসা দিয়েছেন আমার মনে থাকবে। এই নির্বাচনে তাঁদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। এটা আমার শেষ নয়, শুরু। আমি এই পথেই এগিয়ে যাব।' তবে আজ এবিপি আনন্দের তরফে পায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

 

শুধু পায়েল নয়, বিজেপির একাধিক তারকা প্রার্থী এবার নির্বাচনে সাফল্য পাননি। বেহালা পশ্চিমে হেরে গিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হেরে গিয়েছেন তনুশ্রী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী সহ একাধিক তারকা প্রার্থী। বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।
সূত্র- আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়