শিরোনাম
◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ নয়, আমি এই পথেই এগিয়ে যাব: পায়েল সরকার

ডেস্ক রিপোর্ট : প্রতিপক্ষ রত্না বন্দ্যোপাধ্যায়। ব্যবধান প্রায় ৩৭ হাজার। বেহালা পূর্বে পরাজিত বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। ফল ঘোষণার পর্র দিন ট্যুইটারে জানালেন নিজের প্রতিক্রিয়া। শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের।

গত ২৫ ফেব্রুয়ারী জে পি নাড্ডার সভায় গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন পায়েল। পায়েল বলেন 'রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। পায়েল বলছেন, ‘আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’ মানুষের কাজ করার জন্য সিস্টেমের প্রয়োজন। কিন্তু বিজেপিকে কেন বেছে নিয়েছিলেন পায়েল? উত্তরে অভিনেত্রী বলেছিলেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’

 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেছিলেন পায়েল। সেখানে লিখেছেন, 'তৃণমূল কংগ্রেস আর দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়লাভ করার জন্য শুভেচ্ছা। গত কয়েক মাস বেহালা পূর্বের মানুষ আমায় যতটা ভালোবাসা দিয়েছেন আমার মনে থাকবে। এই নির্বাচনে তাঁদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। এটা আমার শেষ নয়, শুরু। আমি এই পথেই এগিয়ে যাব।' তবে আজ এবিপি আনন্দের তরফে পায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

 

শুধু পায়েল নয়, বিজেপির একাধিক তারকা প্রার্থী এবার নির্বাচনে সাফল্য পাননি। বেহালা পশ্চিমে হেরে গিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। হেরে গিয়েছেন তনুশ্রী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী সহ একাধিক তারকা প্রার্থী। বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।
সূত্র- আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়