শওগাত আলী সাগর: ’ভ্যাকসিন পাসপোর্ট’ নিয়ে দেশে দেশে আলোচনা হচ্ছে। পাসপোর্ট, ভিসা হলেই যে কোনো দেশে যাওয়া যাবে- ব্যাপারটা সেই জায়গায় থাকছে বলে মনে হচ্ছে না। তার সঙ্গে কোভিড ভ্যাকসিনেশনের প্রমান লাগবে,যেটিকে বলা হচ্ছে- ’ভ্যাকসিন পাসপোর্ট’। কানাডাও বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। ফেসবুক থেকে