শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের কর্ণাটকে অক্সিজেন বন্ধ থাকায় ২ ঘণ্টায় ২৪ করোনা রোগীর মৃত্যু

রাশিদুল ইসলাম : [২] অক্সিজেন না পেয়ে এক হাসপাতালেই মারা গেলেন ২৪ জন রোগী। মাত্র ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল তাদের জীবনযুদ্ধ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের চামরাজানগর জেলার একটি সরকারি হাসপাতালে। মৃতেরা সকলেই ছিলেন করোনা আক্রান্ত। টাইমস অব ইন্ডিয়া

[৩] সোমবার গভীর রাতে এই বিপর্যয় ঘটে। চামরাজানগর জেলা হাসপাতালে রাত ১২টা থেকে ২টার মধ্যে হাসপাতালে ভর্তি মোট ২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়। অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণেই এমন ঘটেছে বলে জানা গেছে। ওই হাসপাতালে ভর্তি ছিলেন মোট ১৪৪ জন রোগী।

[৪] কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিয়ুরাপ্পা জেলা শাসকদের ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ঠিক কী কারণে এতগুলো মানুষকে মরতে হল, কেন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজা বোম্মাইও। অবিলম্বে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলেছে প্রশাসন।

[৫] স্থানীয় মন্ত্রী প্রতাপ সিমহা বলেন, গত রাত্রে মিডিয়ার কাছ থেকে এ খবর পেয়ে ডিসি এবং এডিসির সাথে কথা বলি। ১৫টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও করি। কিন্তু তবু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। আমরা শোকাহত।

[৬] কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, এটা মৃত্যু না খুন? মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আর কত প্রাণ গেলে এই ব্যবস্থা চোখ খুলবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়